কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ ঘোষণা

2005
0
ssc mts 2022

কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার রিভাইজড তালিকা ঘোষণা করা হল। করোনা আবহের কারণে এর আগেও দু’বার পরীক্ষার তারিখ বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন শিডিউল অনুযায়ী সিজিএল টিয়ার-২, ২০১৯ পরীক্ষা ফেলা হয়েছে আগামী ২ নভেম্বর থেকে ৫ নভেম্বর, ২০২০, টিয়ার ৩ ফেলা হয়েছে ২২ নভেম্বর, ২০২০। সিলেকশন পোস্ট ৮-এর পরীক্ষা ফেলা হয়েছে ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর, ২০২০। সিএইচএসএল টিয়ার ২, ২০১৯ পরীক্ষা ফেলা হয়েছে ১৪ ফেব্রুয়ারি, ২০২১। এমটিএস, ২০২০ পরীক্ষা ফেলা হয়েছে ১ জুলাই, ২০২১ থেকে ২০ জুলাই, ২০২১ তারিখ।

আরো কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা তারিখ দেখার লিঙ্ক: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/calender2019_25012019.pdf

 

SSC, SSC Exam, SSC Exam Date