বাংলা শিক্ষক নিয়োগে বাধা কেটে গেল। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম-দশম শ্রেণি স্তরে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল গত সেপ্টেম্বর মাসে, কিন্তু একটি প্রতিবন্ধী আসন বণ্টন সংক্রান্ত মামলার কারণে শুধুমাত্র বাংলা বিষয়টিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে যায়।
গতকাল সেই মামলার প্রেক্ষিতে বাংলা বিষয়ে শিক্ষক নিয়োগের স্থগিতাদেশ হাইকোর্ট তুলে নেয়, প্রতিবন্ধী তিনটি আসন ব্যতিরেকে। খুব শীঘ্রই নোটিস দিয়ে বাংলা বিষয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে স্কুল সার্ভিস কমিশন। হাইকোর্টের বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায় ২৪ ঘন্টার মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। মোট ১৩৭৮ জন সফল প্রার্থীকে বাংলা শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
SSC, SSC Bengali Teacher Recruitment, West Bengal SSC