এসএসসি সশস্ত্র বাহিনীগুলির সাব-ইনস্পেক্টর নিয়োগ পেপার-১ আন্সার-কী, স্কোর কার্ড

1177
0
WBP SI Recruitment 2024

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলির সাব-ইনস্পেক্টর ও সিআইএসএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশনের ২০১৯ সালের পরীক্ষার প্রথম পত্রের ফল বেরিয়েছে গত ১৪ ফেব্রুয়ারি (আমাদের খবর ১৫ অহেব্রুয়ারি: https://jibikadishari.co.in/?p=14686)। সফল প্রার্থীরা শারীরিক সক্ষমতা ও মাপজোকের পরীক্ষার সুযোগ পাবেন। এবার দেওয়া হল প্রথম পত্রের পরীক্ষার প্রশ্নপত্র সহ আন্সার-কী।

কমিশনের ২৭ ফেব্রুয়ারির এই বিজ্ঞপ্তি (No.08/01/2019-C-1/2) দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/finalanswer_sicpo_27022020.pdf

পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করে নিজেদের ইউজার আইডি (রোল নম্বর) ও পাসওয়ার্ড (অ্যাডমিশন সার্টিফিকেট অনুযায়ী) দিয়ে ঢুকে তা দেখে প্রিন্ট-আউট নিয়ে নিতে পারেন। আগামী ২৮ মার্চ সন্ধে ৬টা পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে। ২৮ মার্চের পর এসব আর দেখা যাবে না।

আন্সার-কী সহ প্রশ্নপত্র দেখা যাবে ওয়েবপেজে (https://ssc.nic.in/Portal/AnswerKey) দেওয়া লিঙ্কে অথবা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে:

https://ssc.digialm.com/EForms/configuredHtml/2207/62146/login.html

ওই পরীক্ষার স্কোরকার্ডও আপলোড করা হয়েছে, ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেখা যাবে ২৮ মার্চ পর্যন্ত। ২৭ ফেব্রুয়ারির এই বিজ্ঞপ্তি (No. 08/01/02019-C-1/2) দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/marks_sicpo_27022020.pdf