এসিসির মাধ্যমে রাজ্যের সাঁওতালি ভাষা মাধ্যমের স্কুলগুলিতে ২৮৩ টিচার

schedule
2019-02-16 | 11:32h
update
2019-02-22 | 07:18h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সকরারি সাহায্যপ্রাপ্ত/স্পন্সর্ড বেসরকারি জুনিয়র হাই/সেকেন্ডারি/হায়ার সেকেন্ডারি সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর- 195/6928/CSSC/ESTT/2019, Dated: 15.02.2019

শূন্যপদ:

নবম-দশম শ্রেণির জন্য (পুরুষ / মহিলা):

প্রথম ভাষা সাঁওতালি ১৭ (অসংরক্ষিত ৮, এসসি ৪, এসটি ১, ওবিসি-এ ৩, পিএইচডি [ভিশ্যুয়াল] ১)

দ্বিতীয় ভাষা ইংলিশ ২১ (অসংরক্ষিত – ১০, এসসি ৫, এসটি ১, ওবিসি-এ ৩, ওবিসি-বি ১, পিএইচ [ভিশ্যুয়াল ] ১)

ম্যাথমেটিক্স ২২ (অসংরক্ষিত ১১, এসসি ৫, এসটি ১, ওবিসি-এ ৩, ওবিসি-বি ১, পিএইচ [ভিশ্যুয়াল ] ১)

Advertisement

ইতিহাস ২৫ (অসংরক্ষিত ১৩, এসসি ৫, এসটি ২, ওবিসি-এ ৩, ওবিসি-বি ১, পিএইচ [ভিশ্যুয়াল ] ১)

ভূগোল ২১ (অসংরক্ষিত ১০, এসসি ৫, এসটি ১, ওবিসি-এ ৩, ওবিসি-বি ১, পিএইচ [ভিশ্যুয়াল ] ১)

জীবন বিজ্ঞান ১৯ (অসংরক্ষিত ৮, এসসি ৫, এসটি ১, ওবিসি-এ ৩, ওবিসি-বি ১, পিএইচ [ভিশ্যুয়াল ] ১)

ফিজিক্যাল সায়েন্স ১১ (অসংরক্ষিত ৫, এসসি ৩, এসটি ১, ওবিসি-এ ২)।

পঞ্চম থেকে অষ্টম শ্রেণি স্তরে

প্রথম ভাষা সাঁওতালি ২২ (অসংরক্ষিত ১১, এসসি ৫, এসটি ১, ওবিসি-এ ৩, ওবিসি-বি ১, পিএইচ [ভিশ্যুয়াল ] ১)

দ্বিতীয় ভাষা ইংলিশ ৩ (অসংরক্ষিত ২, এসসি ১)

বায়ো-সায়েন্স ৫ (অসংরক্ষিত ৩, এসসি ১, এসটি ১)

পিওর সায়েন্স ১০ (অসংরক্ষিত ৫, এসসি ২, এসটি ১, ওবিসি-এ ২)

ভূগোল ৫ (অসংরক্ষিত ৩, এসসি ১, এসটি ১)

ওয়ার্ক এডুকেশন ৭ (অসংরক্ষিত ৩, এসসি ২, এসটি ১, ওবিসি-এ ১)

একাদশ শ্রেণি-দ্বাদশ শ্রেণি স্তরে :

প্রথম ভাষা সাঁওতালি ৫৬ (অসংরক্ষিত ২৯, এসসি ১১, এসটি ৪, ওবিসি-এ ৭, ওবিসি-বি ৩, পিএইচ (ভিশ্যুয়াল) ১, পিএইচ (হিয়ারিং) ১)

নবম-দশম শ্রেণি (শুধু মহিলাদের জন্য ) স্তরে :

প্রথম ল্যাঙ্গুয়েজে  ৪ (অসংরক্ষিত ২, এসসি ১, এসটি ১)

দ্বিতীয় ভাষা ৪ (অসংরক্ষিত ২, এসসি ১, এসটি ১)

ম্যাথমেটিক্স ৪ (অসংরক্ষিত ২, এসসি ১, এসটি ১)

জীবন বিজ্ঞান  ৪ (অসংরক্ষিত ২, এসসি ১, এসটি ১)

ইতিহাস ৪ (অসংরক্ষিত ২, এসসি ১, এসটি ১)

ভূগোল ৪ (অসংরক্ষিত ২, এসসি ১, এসটি ১)

আপার প্রাইমারি— ফিজিক্যাল এডুকেশন ১ (এসসি)

আগামী ২২ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখ সন্ধে  থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে যাবে। আবেদন নেওয়া হবে ৯ মার্চ, ২০১৯ তারিখ পর্যন্ত।

শিক্ষগত যোগ্যতা, বেতনক্রম, আবেদন পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত খবর আগামী ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে কমিশনের ওয়েবসাইটে (www.westbengalssc.com) জানানো হবে। জীবিকা দিশারীতেও জানানো হবে।

এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/srdst/Detailed-Notification-Santhali-UPPER-IX-X-XI-XII-2019.pdf

 

 

 

SSC, SSC Teacher Recruitment, , SSC Teacher, School Service Teacher

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.04.2024 - 18:45:19
Privacy-Data & cookie usage: