এয়ারপোর্ট অথরিটিতে ১৮০ জুনিয়র এগজিকিউটিভ

1498
0
AAI Recruitment 2024

এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়াতে ১৮০ জন জুনিয়র এগজিকিউটিভ নিয়োগ করা হবে গেট ২০১৯-এর মাধ্যমে৷ বিজ্ঞপ্তি নম্বর: ০৩/২০২০।

শূন্যপদ: জুনিয়র এগজিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং সিভিল): ১৫ (অসংরক্ষিত ৮, ইডব্লুএস ১, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২)৷ জুনিয়র এগজিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং ইলেক্ট্রিক্যাল): ১৫ (অসরক্ষিত ১০, ইডব্লুএস ১, ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)৷ জুনিয়র এগজিকিউটিভ (ইলেক্ট্রনিক্স): ১৫০ (অসংরক্ষিত ৬০, ইডব্লুএস ১৫, ওবিসি ৪৫, তপশিলি জতি ১৯, তপশিলি উপজাতি ১১)৷

যোগ্যতা ও গেট পেপার কোড: জুনিয়র এগজিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং সিভিল): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি, গেট পেপার কোড সিই৷

জুনিয়র এগজিকিউটিভ (ইঞিঞ্জনিয়ারিং ইলেক্ট্রিক্যাল): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি, গেট পেপার কোড ইই৷

জুনিয়র এগজিকিউটিভ (ইলেক্ট্রনিক্স): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রনিক্সে স্পেশ্যালাইজেশন সহ ইলেক্ট্রনিক্স/ টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রিক্যালে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি৷ গেট পেপার কোড ইসি৷

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে৷

পারিশ্রমিক: ৪০০০০-১৪০০০০ টাকা৷

বয়সসীমা: ২ সেপ্টেম্বর ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

আবেদনের পদ্ধতি:  www.aai.aero ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ৩ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত৷

https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/GATE%202019%20ADVERTISEMENT_0.pdf  লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন৷

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল