এয়ারফোর্সে এয়ারম্যান: আরও ৫০ জনের তালিকা, কললেটার

1340
0
AFCAT Notification 2024

ইন্ডিয়ান এয়ার ফোর্সের গ্রুপ ওয়াই (টেকনিক্যাল/ নন-টেকনিক্যাল)-এর জন্য আরও ৫০ জনের একটি এনরোলমেন্ট লিস্ট প্রকাশিত হয়েছে। প্রার্থীর নাম, রোল নম্বর ও রিপোর্টিংয়ের তারিখের উল্লেখ রয়েছে লিস্টে। যাঁদের নাম আছে তাঁদের জন্য ই-কলল্টার আপলোড করা হয়েছে, ইমেলও করেও পাঠিয়ে দেওয়া হয়েছে। যদি ডাউনলোড করে বা ইমেলে না পাওয়া যায় তাহলে আপলোড করা তালিকার যেখানে নাম আছে সেই জায়গাটার প্রিন্ট-আউট নিয়ে তালিকায় দেওয়া নির্দেশমতো যথাসময়ে যথাস্থানে উপস্থিত হয়ে দাখিল করতে হবে। যাঁদের নাম তালিকায় নেই কিন্তু ইমেলে কললেটার পেয়েছেন তাঁদের কললেটার বাতিল করা হয়েছে বুঝতে হবে এবং তাঁদের যেতে নিষেধ করা হয়েছে। www.airmenselection.cdac.in ওয়েবসাইটে গিয়ে লিস্ট সহ পুরো ঘোষণাটি দেখতে পাওয়া যাবে।

 

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল