এয়ার ইন্ডিয়ায় ফ্লাইট ডিসপ্যাচার নিয়োগের ইন্টারভিউয়ের তারিখ বদল

670
0
air india officer recruitment

এয়ার ইন্ডিয়া লিমিটেডে ৭০ জন ফ্লাইট ডিসপ্যাচার নিয়োগের যে খবর আমরা ইতিমধ্যে আপলোড করেছি তাতে দিল্লির ইন্টারভিউয়ের তারিখ বদল করে ৬ মে-র পরিবর্তে ৭ মে ২০১৯ করা হয়েছে। ৬ মে ২০১৯ লোকসভা ভোটের দিন হওয়ায় এই তারিখটি বদলানো হয়েছে বলে সম্প্রতি এয়ার ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে। ইন্টারভিউয়ের স্থান ও সময় একই রয়েছে। মুম্বইয়ের ক্ষেত্রে ইন্টারভিউয়ের তারিখে কোনো পরিবর্তন করা হয়নি। বাকি সমস্ত বিষয় অপরিবর্তিত রয়েছে। গত ১২ এপ্রিল ২০১৯ আমাদের পোর্টালে খবরটি প্রকাশিত হয় (https://jibikadishari.co.in/?p=10650).

দিল্লির তারিখ বদলের ঘোষণা দেখা যাবে এই লিঙ্কে:

http://www.airindia.in/writereaddata/Portal/career/745_1_Corrigendum.pdf