Site icon জীবিকা দিশারী

এয়ার ইন্ডিয়ায় ১৭০ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার

air india officer recruitment

এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেডে ১৭০ জন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার নিয়োগ করা হবে পাঁচ বছরের চুক্তিতে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিন্যাস: ইস্টার্ন রিজিয়ন: ১৫ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ৩, ওবিসি ৩, ইডব্লুএস ১)। ওয়েস্টার্ন রিজিয়ন: ৮০ (অসংরক্ষিত ৩৮, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৬, ওবিসি ২০, ইডব্লুএস ৮)। নর্দার্ন রিজিয়ন: ৫০ (অসংরক্ষিত ১৮, তপশিলি উপজাতি ৭, ওবিসি ১২, ইডব্লুএস ৫)। সাদার্ন রিজিয়ন: ২৫ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ৮, ইডব্লুএস ৩)।

যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার (জেনারেল অ্যাডমিন/ ফিনান্স/ এমএমডি): ১) যে-কোনো শাখায় স্নাতক এবং শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১ বছরের অভিজ্ঞতা অথবা ২) ইঞ্জিনিয়ারিং/ এয়ারক্র্যাফট মেন্টেন্যান্স ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা এবং শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর অ্যাভিয়েশন সম্পর্কিত সফটওয়্যার (যেমন এএমওএস/ আরএএমসিও/ টিআরএএক্স) এক বছরের কাজের অভিজ্ঞতা।

বয়সসীমা: ১ আগস্ট ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৩ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিক: প্রতি মাসে ১৯৫৭০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন লেখা পরীক্ষা/ স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে ৫০০ টাকা। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.airindia.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। সরাসরি http://aiesl.assistantsupervisor.parakh.online/ লিঙ্কে গিয়েও আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। যাঁরা এর আগে গত ৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে এই নোটিফিকেশনের উত্তরে আবেদন করেছেন তাঁদের পুনরায় আবেদন করতে হবে না। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

Exit mobile version