Site icon জীবিকা দিশারী

এয়ার ইন্ডিয়ায় ১৮৫ এজেন্ট

Air india Recruit

এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট লিমিটেডে ১৮৫ জন কাস্টমার এজেন্ট, র‍্যাম্প সার্ভিস এজেন্ট, ইউটিলিটি এজেন্ট কাম র‍্যাম্প ড্রাইভার নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। তিন বছরের চুক্তিতে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: কাস্টমার এজেন্ট: ১০০। র‍্যাম্প সার্ভিস এজেন্ট/ র‍্যাম্প সার্ভিস এজেন্ট (এলজি): ২৫। ইউটিলিটি এজেন্ট কাম র‍্যাম্প ড্রাইভার: ৬০।

যোগ্যতা: কাস্টমার এজেন্ট: গ্র্যাজুয়েট (১০+২+৩) সঙ্গে আইএটিএ-ইউএফটিএ/ আইএটিএ-এফআইএটিএএ/ আইএটিএ-ডিজিআর/ আইএটিএ-সিএআরজিও-তে ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েশন (১০+২+৩) সঙ্গে রিজার্ভেশন, টিকেটিং, কম্পিউটারাইজড প্যাসেঞ্জার চেকিং/ কার্গো হ্যান্ডলিংয়ে এক বছরের অভিজ্ঞতা।

র‍্যাম্প সার্ভিস এজেন্ট: মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ প্রোডাকশন/ ইলেক্ট্রনিক্স/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা অথবা মোটর ভিকল/ অটো ইলেক্ট্রিক্যাল/ এয়ার কন্ডিশনিং/ ডিজেল মেকানিক/ বেঞ্চ ফিটার/ ওয়েল্ডার ট্রেডে আইটিআই। স্থানীয় ভাষার জ্ঞান থাকলে অগ্রাধিকার। ট্রেড টেস্টের সময় বৈধ ভারী যান চালানোর লাইসেন্স দেখাতে হবে।

ইউটিলিটি এজেন্ট কাম র‍্যাম্প ড্রাইভার: দশম শ্রেণি উত্তীর্ণ। ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ এপ্রিল ২০১৯-এর মধ্যে।

বেতনক্রম: কাস্টমার এজেন্ট ও র‍্যাম্প সার্ভিস এজেন্টের ২০১৯০ টাকা। র‍্যাম্প সার্ভিস এজেন্ট (এলজি)-র ১৮৩৬০ টাকা। ইউটিলিটি এজেন্ট কাম র‍্যাম্প ড্রাইভারের ১৮৩৬০ টাকা।

বয়সসীমা: ১ এপ্রিল ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের তারিখ ও স্থান: কাস্টমার এজেন্টের ইন্টারভিউ হবে ২৫ এপ্রিল ২০১৯। র‍্যাম্প সার্ভিস এজেন্ট/ র‍্যাম্প সার্ভিস এজেন্ট (এলজি) পদের ইন্টরভিউ হবে ৩০ এপ্রিল ২০১৯। ইউটিলিটি এজেন্ট কাম র‍্যাম্প ড্রাইভার পদের ইন্টারভিউ ২ মে ২০১৯।

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: Systems & Training Division, 2nd Floor, GSD Complex, Near Sahar Police Station, Airport Gate No- 5, Sahar, Addheri-E, Mumbai 400099.

ইন্টারভিউয়ের দিন আবেদনের ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে ‘AIR INDIA AIR TRANSPORT SERVICES LTD’-এর অনুকূলে, প্রদেয় হবে মুম্বইয়ে। ডিমান্ড ড্রাফটের পিছনে নিজের পুরো নাম ও ফোন নম্বর লিখতে হবে। তপশিলি জাতি/ উপজাতি ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।

http://www.airindia.in/writereaddata/Portal/career/728_1_1-Final-Draft-Advt-For-Mumbai-as-on-03042019.pdf লিঙ্ক থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। ইন্টারিভউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা সেই দরখাস্ত ও যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও স্ব-প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে www.airindia.in ওয়েবসাইটে।

 

 

 

Exit mobile version