Site icon জীবিকা দিশারী

এয়ার ইন্ডিয়ায় ৪৭৯ হ্যান্ডিম্যান, এজেন্ট, এগজিকিউটিভ

Air india Recruit

এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট লিমিটেডে তিন বছরের চুক্তির ভিত্তিতে ৪৭৯ জন জুনিয়র এগজিকিউটিভ (টেকনিক্যাল), কাস্টমার এজেন্ট, জুনিয়র কাস্টমার এজেন্ট, র‍্যাম্প সার্ভিসেস এজেন্ট, ইউটিলিটি এজেন্ট কাম র‍্যাম্প ড্রাইভার, হ্যান্ডিম্যান/হ্যান্ডিওম্যান নিয়োগ করা হবে।

শূন্যপদ: জুনিয়র এগজিকিউটিভ (টেকনিক্যাল): শূন্যপদ ৭। কাস্টমার এজেন্ট: শূন্যপদ ৪৪। জুনিয়র কাস্টমার এজেন্ট: শূন্যপদ ৪৪। র‍্যাম্প সার্ভিসেস এজেন্ট: শূন্যপদ ৩২। ইউটিলিটি এজেন্ট কাম র‍্যাম্প ড্রাইভার: শূন্যপদ ২১। হ্যান্ডিম্যান/ হ্যান্ডিওম্যান: শূন্যপদ ৩১০।

যোগ্যতা: জুনিয়র এগজিকিউটিভ (টেকনিক্যাল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ প্রোডাকশন/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি। হালকা যান চালানোর দক্ষতা থাকতে হবে। কাজে যোগ দেওয়ার এক বছরের মধ্যে ভারী যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

কাস্টমার এজেন্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট (১০+২+৩)। কম্পিউটার অপারেশনে দক্ষতা থাকতে হবে। অ্যাভিয়েশনে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

জুনিয়র কাস্টমার এজেন্ট: কোনো স্বীকৃত বোর্ড/ বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় এইচএসসি (দ্বাদশ শ্রেণি পাশ)। কম্পিউটার অপারেশন জানতে হবে। অ্যাভিয়েশনের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

র‍্যাম্প সার্ভিসেস এজেন্ট: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ প্রোডাকশন/ ইলেক্ট্রনিক্স/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা অথবা মোটর ভিকল/ অটো ইলেক্ট্রিক্যাল/ এয়ার কন্ডিশনিং/ ডিজেল মেকানিক/ বেঞ্চ ফিটার/ ওয়েল্ডার ট্রেডে আইটিআই। স্থানীয় ভাষার জ্ঞান থাকলে অগ্রাধিকার। ট্রেড টেস্টের সময় বৈধ ভারী যান চালানোর লাইসেন্স দেখাতে হবে।

ইউটিলিটি এজেন্ট কাম র‍্যাম্প ড্রাইভার: দশম শ্রেণি পাশ। ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

হ্যান্ডিম্যান/ হ্যান্ডিওম্যান: দশম শ্রেণি পাশ। ইংরেজি পড়তে ও বুঝতে জানতে হবে। স্থানীয় ভাষা ও হিন্দি ভাষা জানতে হবে।

বেতনক্রম: জুনিয়র এগজিকিউটিভ (টেকনিক্যাল) পদের ক্ষেত্রে ২৫৩০০ টাকা। কাস্টমার এজেন্ট পদে ১৭৭৯০ টাকা। জুনিয়র কাস্টমার এজেন্ট পদে ১৫১৮০ টাকা। র‍্যাম্প সার্ভিসেস এজেন্টের ১৭৭৯০ টাকা। ইউটিলিটি এজেন্ট কাম র‍্যাম্প ড্রাইভারের ১৫১৮০ টাকা। হ্যান্ডিম্যান/ হ্যান্ডিওম্যান পদের ক্ষেত্রে ১৩৪৪০ টাকা।

বয়সসীমা: সবকটি পদের ক্ষেত্রেই ১ এপ্রিল ২০১৮ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের তারিখ ও স্থান: জুনিয়র এগজিকিউটিভ (টেকনিক্যাল) পদের ইন্টারভিউ হবে ৭ মে সকাল ৯টা থেকে। কাস্টমার এজেন্ট, জুনিয়র কাস্টমার এজেন্ট পদের ইন্টারভিউ ৪ মে সকাল ৯টায়। র‍্যাম্প সার্ভিসেস এজেন্ট, ইউটিলিটি এজেন্ট কাম র‍্যাম্প ড্রাইভার পদের ইন্টারভিউ হবে ৫ মে সকাল ৯টায়। হ্যান্ডিম্যান/ হ্যান্ডিওম্যান পদের ইন্টারিভউ ৬ মে সকাল ৯টায়। ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: Hotel Blue Nile, S N Park Roa, Kannur, Kerala-670001.

ইন্টারভিউয়ের দিন আবেদনের ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে ‘AIR INDIA AIR TRANSPORT SERVICES LTD’-এর অনুকূলে, প্রদেয় হবে মুম্বইয়ে। ডিমান্ড ড্রাফটের পিছনে নিজের পুরো নাম ও ফোন নম্বর লিখতে হবে। তপশিলি জাতি/ উপজাতি ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।

http://www.airindia.in/writereaddata/Portal/career/569_1_Requirement_of_AIATSL_at_Kannur_Intnl_Airport_Ltd_Kannur.pdf লিঙ্ক থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। ইন্টারিভউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা দরখাস্ত ও যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও স্ব-প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে।

 

 

Exit mobile version