ওএনজিসিতে সারাদেশে ৪১৮২ অ্যাপ্রেন্টিস

1343
0
Oil And Natural Gas Corporation Limited (ONGC) has given a Notification for the recruitment of Apprentice Vacancy.

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডে ৪১৮২ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী৷ বিজ্ঞপ্তি নম্বর: ONGC/APPR/1/2020.

শূন্যপদ: সেন্ট্রাল সেক্টর: ২২১ (আগরতলা ১৬৩, কলকাতা ৫৮)। ইস্টার্ন সেক্টর: ৭১৬ (জোরহাট ১৫৬, শিলচর ৪৯, নাজিরা ও শিবসাগর ৫১১)৷ নর্দার্ন সেক্টর: ২২৮ (দেহরাদুন ১৮০, দিল্লি ওএনজিসি বিদেশ লিমিটেড ২৪, যোধপুর ২৪)৷ মুম্বই সেক্টর: ৭৬৪ (মুম্বই ৪৭৮, গোয়া ১৬, হাজিরা ১৬২, উরান ১০৮)৷ ওয়েস্টার্ন সেক্টর: ১৫৭৯ (ক্যাম্বে ১৩২, বদোদারা ১৬৮, আঙ্কলেশ্বর ৪৬৩, আমেদাবাদ ৪৬৫, মেহসানা ৩৫১)৷ সাদার্ন সেক্টর: ৬৭৪ (চেন্নাই ৭২, কাকিনাড়া ৫৮, রাজাহমুন্ড্রি ৩০৮, কারাইকাল ২৩৬)৷

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলি হল: অ্যাকাউন্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট এইচআর, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট আইটিআই, কম্পিপউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটসম্যান সিভিল, ইলেক্ট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, মেকানিক মোটর ভিকল, সার্ভেয়র, ওয়েল্ডার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, মেকানিক ডিজেল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক৷

যে-কোনো একটি সেন্টার/ জায়গার যেকোনো একটি ট্রেডের জন্য আবেদন করতে পারবেন৷

বয়সসীমা: ১৭ আগস্ট ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে (জন্মতারিখ ১৭ আগস্ট ১৯৯৬ থেকে ১৭ আগস্ট ২০০২-এর মধ্যে)৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: অ্যাকাউন্ট্যান্ট: কমার্সে ব্যাচেলর ডিগ্রি৷ অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স: বিএ বা বিবিএ৷ সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: স্টেনোগ্রাফি (ইংলিশ)/ সেক্রেটারিয়য়াল প্র্যাক্টিস ট্রেডে আইটিআই৷ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা) ট্রেডে আইটিআই৷ ড্রাফটসম্যান সিভিল: ড্রাফটসম্যান ট্রেডে আইটিআই৷ ইলেক্ট্রিশিয়ান: ইলেক্ট্রিশিয়ান ট্রেডে আইটিআই৷ ইলেক্ট্রনিক্স মেকানিক: ইলেক্ট্রনিক্স মেকানিকে আইটিআই৷ ফিটার: ফিটার ট্রেডে আইটিআই৷ ইনস্ট্রুমেন্ট মেকানিক: ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডে আইটিআই৷ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স: ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স ট্রেডে আইটিআই৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট: বিএসসি, পিসিএম বা পিসিবি কম্বিনেশনে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে আইটিআই৷ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ট্রেডে আইটিআই৷ মেশিনিস্ট: মেশিনিস্ট ট্রেডে আইটিআই৷ মেকানিক (মোটর ভিকল): মেকানিক মোটর ভিকল ট্রেডে আইটিআই৷ মেকানিক ডিজেল: মেকানিক ডিজেল ট্রেডে আইটিআই৷ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক: রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক ট্রেডে আইটিআই৷ প্লাম্বার: প্লাম্বার ট্রেডে আইটিআই৷৷ সার্ভেয়র: সার্ভেয়র ট্রেডে আইটিআই৷ ওয়েল্ডার: ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক ট্রেডে আইটিআই৷ কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স/ মেকানিক্যাল: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং৷

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ট্রেডে ট্রেনিংয়ের সময়ীসামা ৬ মাস, বাকি ট্রেডগুলির ১২ মাস৷ সবক্ষেত্রেই নিয়ম অনুযায়ী স্টাইপন্ডে দেওয়া হবে৷

আবেদনের পদ্ধতি: ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে  http://apprenticeshipindia.org পোর্টালে এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে  https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action পোর্টালে গিয়ে নাম রেজিস্টার করতে হবে, এরপর  www.ongcapprentices.ongc.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৭ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত৷

https://www.ongcindia.com/wps/wcm/connect/ce926c7b-d385-4061-9917-9beeeb1318f9/NAPSAdvt280720.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-ce926c7b-d385-4061-9917-9beeeb1318f9-nelxkaa লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷

 

 

 

লাইভ টিভি দেখুন:         https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল