অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের অধীন ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডে ১৯৫ জন গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে যাঁরা পাশ করেছেন কেবলমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি নম্বর: 04/APPRENTICE/2019.
শূন্যপদের বিন্যাস: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: ২৯ (অসংরক্ষিত ১৫, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১, ওবিসি ৯), সিভিল ইঞ্জিনিয়ারিং: ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১), ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং: ৮ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২), ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: ১০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ২), ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং: ৯ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ২৪ (অসংরক্ষিত ১৩, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৭)।
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: ২৭ (অসংরক্ষিত ১৪, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ৭), সিভিল ইঞ্জিনিয়ারিং: ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, ওবিসি ২), ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং: ১৫ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪), ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: ১২ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩), ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং: ৬ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি ২), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ২৬ (অসংরক্ষিত ১৩, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ৭), কমার্শিয়াল প্র্যাক্টিস: ১৫ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪)।
স্টাইপেন্ড: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ১০০০০ টাকা ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৭১০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
যোগ্যতা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিদের মধ্যে কমার্শিয়াল প্র্যাক্টিস ফিল্ডের ক্ষেত্রে কমার্শিয়াল প্র্যাক্টিসে ডিপ্লোমা বাকিগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। সবক্ষেত্রেই ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে (ওবিসিদের ৪ শতাংশ ও তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ৪০ শতাংশ)। এক বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন না।
প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ের ওপর ৫০টি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে। মোট ৫০ নম্বরের পরীক্ষা। সময় ৯০ মিনিট। নেগেটিভ মার্কিং থাকবে না।
আবেদনের পদ্ধতি: www.mrpl.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। সরাসরি https://eapplicationonline.com/MRPLAdvt042019/Document/Advertisement.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তি দেখতে পারবেন। অনলাইন আবেদন করা যাবে ১৮ এপ্রিল সকাল ১০টা থেকে ১৭ মে ২০১৯ রাত ২৩.৫৯ পর্যন্ত। লেখা পরীক্ষার তারিখ সময়মতো ওয়েবসাইট থেকে জানা যাবে।