ওএনজিসিতে ৪০১৪ অ্যাপ্রেন্টিস

786
0
Oil And Natural Gas Corporation Limited (ONGC) has given a Notification for the recruitment of Apprentice Vacancy.

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডে ৪০১৪ অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: ONGC/APPR/1/2019.

বয়সসীমা: ২৮ মার্চ ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে (জন্মতারিখ ২৮ মার্চ ১৯৯৫ থেকে ২৮ মার্চ ২০০১ সালের মধ্যে)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১২ মাস। অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

ডিসিপ্লিন অনুযায়ী যোগ্যতা: অ্যাকাউন্ট্যান্ট: কমার্সে ব্যাচেলর ডিগ্রি। অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স: বিএ বা বিবিএ।

সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট ট্রেডে আইটিআই।

কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (সিওপিএ): সিওপিএ ট্রেডে আইটিআই।

ড্রাফটসম্যান (সিভিল): ড্রাফটসম্যান (সিভিল) ট্রেডে আইটিআই।

ইলেক্ট্রিশিয়ান: ইলেক্ট্রিশিয়ান ট্রেডে আইটিআই।

ইলেক্ট্রনিক্স মেকানিক: ইলেক্ট্রনিক্স মেকানিকে আইটিআই।

ফিটার: ফিটার ট্রেডে আইটিআই।

ইনস্ট্রুমেন্ট মেকানিক: ইনস্ট্রুমেন্ট মেকানিকে আইটিআই।

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স: ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্সে আইটিআই।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল প্ল্যান্ট): পিসিএম বা পিসিবি কম্বিনেশনে বিএসসি অথবাঅথবা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল প্ল্যান্ট) ট্রেডে আইটিআই।

মেশিনিস্ট: মেশিনিস্ট ট্রেডে আইটিআই।

মেকানিক (মোটর ভিকল): মেকানিক মোটকর ভিকল ট্রেডে আইটিআই।

মেকানিক ডিজেল: মেকানিক ডিজেল ট্রেডে আইটিআই।

রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক: রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক ট্রেডে আইটিআই।

সার্ভেয়র: সার্ভেয়র ট্রেডে আইটিআই।

ওয়েল্ডার: ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) ট্রেডে আইটআই।

সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, মেকানিক্যাল: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং।

প্রার্থী বাছাই পদ্ধতি: পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি মেধাতালিকার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

শূন্যপদ: সেন্ট্রাল সেক্টর: কলকাতা: অ্যাকাউন্ট্যান্ট: ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি ১)। অ্যাসিস্ট্যান্ট এইচআর: ১২ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: ১২ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ১০ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ২, ওবিসি ২)। ইলেক্ট্রিশিয়ান: ১ (অসংরক্ষিত)। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স: ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি ১)। সার্ভেয়র: ৩ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, ওবিসি ১)।

আগরতলা: অ্যাকাউন্ট্যান্ট: ৮ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ৩)। অ্যাসিস্ট্যান্ট এইচআর: ২০ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ৭)। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: ১০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৩)। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ৩ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ড্রাফটসম্যান সিভিল: ৪ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২)। ইলেক্ট্রিশিয়ান: ২৫ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৮, ওবিসি ১)। ফিটার: ২৫ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৮, ওবিসি ১)। মেশিনিস্ট: ২ (অসংরক্ষিত ১, তপশিলি উপজাতি ১)। মেকানিক (মোটর ভিকল): ২৮ (অসংরক্ষিত ১৩, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৯, ওবিসি ১)। সার্ভেয়র: ৬ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২)। ওয়েল্ডার: ১৮ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৩, তপশিলি জাতি ৬)।

প্রসঙ্গত, নর্দার্ন সেক্টর, মুম্বই সেক্টর, ওয়েস্টার্ন সেক্টর, ইস্টার্ন সেক্টর, সাদার্ন সেক্টরের শূন্যপদের বিস্তার সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

আবেদনের পদ্ধতি: www.ongcapprentices.co.in অথবা www.ongcindia.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৮ মার্চ ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে।