ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার পার্সোন্যালিটি টেস্টের দিন ঘোষিত

956
0
wbpsc exam postponed

রাজ্য পিএসসির মাধ্যমে ২০১৯-এর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার (ADVT NO.-3/2019) পার্সোন্যালিটি টেস্টের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ৯, ১১, ১২, ১৩, ১৬-২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুটি ব্যাচে ভাগ করে প্রথমার্ধে বেলা ১০টা থেকে ও দ্বিতীয়ার্ধে দেড়টা থেকে এই টেস্ট হবে। কললেটার ডাউনলোড করে তার প্রিন্ট-আউটই ব্যবহার করতে হবে। কললেটার ডাউনলোড করা যাবে আগামী ৩ সেপ্টেম্বর থেকে, পিএসসির ওয়েবসাইটে (www.pscwbapplication.in)। প্রাসঙ্গিক অন্যান্য নির্দেশ ও তথ্য সহ এই ঘোষণার বিজ্ঞপ্তি (No. 987 PSC / Con. IIA, Dated: the 30th August, 2019) দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2710868