ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে নন-টিচিং পদে ৩৫

2543
0
West Bengal Govt Jobs,

 

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের খবর জীবিকা দিশারীতে আগেই জানানো হয়েছিল। বিজ্ঞপ্তি নম্বর-  WBSU/Reg/Est/NTS/483/2018 Dated 06/12/2018

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত খবর হল –

শূন্যপদ: গ্রুপ ডি ১৮টি (অসংরক্ষিত ৮, এসসি ৫, এসটি ১, ওবিসি-এ ২, ওবিসি-এ ১, পিডব্লিউডি ১) পদ সহ ভাইস চ্যান্সেলরের পিএ ১টি পদ (অসংরক্ষিত), জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ১২টি (অসংরক্ষিত ৫, এসসি ৩, এসটি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১, পিডব্লুউডি ১), টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ২টি (অসংরক্ষিত ১, এসসি ১) ও  সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ২টি (অসংরক্ষিত ১, এসসি ১) পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: ভাইস চ্যান্সেলরের পিএ পদের জন্য যোগ্যতা লাগবে যে-কোনো শাখায় স্নাতক সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেসিক নলেজ।

সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি, এছাড়া যে-কোনো স্টেট এইডেড ইউনিভার্সিটিতে ৩ বছরের কাজের অভিজ্ঞতা। কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজের দক্ষতা থাকতে হবে।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিসিএ বা বিএসসি।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্যতা লাগবে উচ্চমাধ্যমিক বা সমতুল এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে।

গ্রুপ ডি পদের জন্য যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৮ অনুযায়ী বয়সের নিম্নসীমা ১৮। প্রতিটি পদের জন্যেই বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। এসসি/এসটি প্রার্থীদের জন্য ৫ বছরে, ওবিসি শ্রেণির জন্য ৩ বছরের বয়সের ছাড় রয়েছে।

বেতনক্রম—

ভাইস চ্যান্সেলরের পিএ: ৯,০০০-২৮,৩০০ + গ্রেড পে ৪৪০০ টাকা,

সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: ৭২০০-২৫৪০০ + গ্রেড পে ৪১০০ টাকা,

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ৭২০০-২৫৪০০ + গ্রেড পে ৩৯০০ টাকা,

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ৭২০০-২৫৪০০ + গ্রেড পে ৩৩০০ টাকা,

গ্রুপ ডি: ৫৪০০-১৮৬০০ + গ্রেড পে ১,৮০০ টাকা।

আবেদন ফি: গ্রুপ ডি পদ ছাড়া বাকি পদগুলির জন্য আবেদন ফি ৭৫০ টাকা (এসসি/ এসটি শ্রেণির জন্য ৩৭৫ টাকা)। গ্রুপ ডি পদের জন্য আবেদন ফি ৫০০ (এসসি/এসটি পদের জন্য ২৫০) টাকা।

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০১৮।

অনলাইন আবেদন করার লিঙ্ক: http://recruitment.wbsupgadmission.com/wbsu-recruitment/index

 

 

WB Jobs, West Bengal Govt Jobs, West BEngal State University Jobs