Site icon জীবিকা দিশারী

কটন কর্পোরেশনে ৬৯ ম্যানেজমেন্টে ট্রেনি, জুনিয়র এগজিকিউটিভ, জুনিয়র অ্যাসিঃ


কেন্দ্রের বস্ত্র মন্ত্রকের অধীন আধাসরকারি দ্য কটন কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে ৬৯ জন ম্যানেজমেন্ট ট্রেনি, জুনিয়র কমার্শিয়াল এগজিকিউটিভ ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত।

শূন্যপদ: পোস্ট কোড ১৬: ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং): ১০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)। পোস্ট কোড ১৭: ম্যানেজমেন্ট ট্রেনি (অ্যাকাউন্টস): ১০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)। পোস্ট কোড ১৮: জুনিয়র কমার্শিয়াল এগজিকিউটিভ: ২০ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ২)। পোস্ট কোড ১৯: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (জেনারেল): ১৪ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)। পোস্ট কোড ২০: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস): ১৫ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)।

বয়সসীমা: ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং, অ্যাকাউন্টস) পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। বাকি পদগুলির বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর। সবক্ষেত্রেই ১ অক্টোবর ২০১৯ তারিখের হিসাবে বয়স ধরা হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং): এগ্রি বিজনেস ম্যানেজমেন্টে এমবিএ/ এগ্রিকালচার সম্পর্কিত এমবিএ।

ম্যানেজমেন্ট ট্রেনি (অ্যাকাউন্টস): সিএ/ সিএমএ/ এমবিএ (ফিনান্স)/ এমএমএস/ এমকম বা বাণিজ্য শাখায় সমতুল স্নাতকোত্তর ডিগ্রি।

জুনিয়র কমার্শিয়াল এগজিকিউটিভ: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর (তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪৫ শতাংশ নম্বর) নিয়ে বিএসসি এগ্রিকালচার।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (জেনারেল): ন্যূনতম ৫০ শতাংশ নম্বর (তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪৫ শতাংশ নম্বর) নিয়ে বিএসসি এগ্রিকালচার।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস): ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে (তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪৫ শতাংশ) বিকম।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ইন্টারভিউ ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

পরীক্ষাকেন্দ্র– কলকাতা, মুম্বই/নবি মুম্বই, হায়দরাবাদ, নয়াদিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ, পাটনা।

আবেদনের ফি: ১০০০ টাকা (আবেদনের ফি ৭৫০ টাকা+ ইন্টিমেশন চার্জ ২৫০ টাকা)। তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না, ইন্টিমেশন চার্জ বাবদ ২৫০ টাকা দিতে হবে। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.cotcorp.org.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

Exit mobile version