কম্বাইন্ড মেডিকেল সার্ভিস ২০১৭ ফল

583
0
folafol-picture

ইউপিএসসির মাধ্যমে কম্বাইন্ড মেডিকেল সার্ভিস ২০১৭ পরীক্ষার চূড়ান্ত সাফল্যের তালিকা প্রকাশিত হয়েছে।

মোট ৬৩৭ জন সফল প্রার্থীদের তালিকা প্রকাশ হয়েছে।

প্রথম ভাগের  কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হয়েছিল ১৩ আগস্ট, ২০১৭।

দ্বিতীয় ভাগের পার্সোনালিটি টেস্ট নেওয়া হয়েছিল অক্টোবর, ২০১৭ তে।