কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে ৫৫৯ ডাক্তার

892
0

ইউনিয়ম পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এগজামিনেশন ২০২০-র মাধ্যমে ৫৫৯ জন ডাক্তার নিয়োগ করা হবে৷ এগজামিনেশন নোটিস নম্বর: 09/2020-CMS. নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন৷ একবার আবেদন করলে তা প্রত্যাহারও করা যাবে আগামী ২৫ আগস্ট থেকে ৩১ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে, যদিও তার জন্য ফি ফেরত দেওয়া হবে না৷

শূন্যপদের বিন্যাস: ক্যাটেগরি ওয়ান: জুনিয়র স্কেল পোস্ট, সেন্ট্রাল হেলথ সার্ভিস: ১৮২৷

ক্যাটেগরি টু: অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল মেডিকেল অফিসার (রেলওয়ে): ৩০০৷ অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার (ইন্ডিয়ান অর্ডন্যান্স ফ্যাক্টরি হেলথ সার্ভিসেস): ৬৬৷ নয়া দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার: ৪৷ পূর্ব দিল্লি, উত্তর দিল্লি ও দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে জেনারেল ডিউটি মেডিকেল গ্রেড টু: ৭৷ এসবের মধ্যে প্রয়োজনীয় সক্ষমতাসম্পন্ন শারীরিক প্রতিবন্ধীদের জন্যও কিছু পদ সংরক্ষিত আছে, বিশদ জানা যাবে নিচের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে৷

যোগ্যতা: মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী বৈধ স্নাতক ডিগ্রি (ইন্টার্নশিপ সহ) বা সমতুল৷ যাঁরা ফাইনাল পরীক্ষা দিয়েছেন বা দেবেন তাঁরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন৷ কম্বাইন্ড মেডিকেল এগজামিনেশন ২০২০-র গাইডলাইন অনুযায়ী প্রার্থীর শারীরিক মান থাকতে হবে৷

বয়সসীমা: ১ আগস্ট ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে৷ অর্থাৎ জন্মতারিখ ২ আগস্ট ১৯৮৮ তারিখে বা তার পরে৷ তপশিলি, ওবিসি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী, বিবাহবিচ্ছিনা, বিধবা প্রার্থী ও মেধাবী খেলোয়াড়রা নিয়ম অনুযায়ী বয়সে যথাযথ ছাড় পাবেন৷

পরীক্ষার তারিখ ও পরীক্ষাকেন্দ্র: পরীক্ষা হবে আগামী ২২ অক্টোবর৷ পরীক্ষাকেন্দ্রগুলি হল- কলকাতা, আগরতলা, আমেদবাদ, আইজল, বেঙ্গালুরু, বরেলি, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, কটক, দেরাদুন, দিল্লি, ধারওয়াড়, ইম্ফল, ইটানগর, জয়পুর, জম্মু, জোরহাট, কোচি, কোহিমা, লক্ষ্ণৌ, মাদুরাই, মুম্বই, নাগপুর, প্রয়াগরাজ (এলাহাবাদ), রায়পুর, রাঁচি, সম্বলপুর, শিলং, শ্রীনগর, তিরুবনন্তপুরম, তিরুপতি, উদয়পুর, বিশাখাপত্তনম, দিসপুর, গ্যাংটক, হায়দরাবাদ, পানাজি (গোয়া), পোর্ট ব্লেয়ার৷

আবেদনের ফি: ২০০ টাকা৷ চালান ডাউনলোড করে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনো শাখায় টাকা নদগে জমা দিতে হবে অথবা নেট ব্যাঙ্কিং/ ভিসা/ মাস্টার ক্রেডিট/ ডেবিট কার্ড ব্যবহার করে এই টাকা দেওয়া যাবে৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ যাঁরা ব্যাঙ্কের মাধ্যমে টাকা জমা দেবেন তাঁরা পার্ট-২ রেজিস্ট্রেশনের সময় বাই ক্যাশ সিলেক্ট করে সিস্টেম জেনারেটেড পে-ইন-স্লিপের প্রিন্ট-আউট নেবেন৷ সেই প্রিন্ট-আউট পূরণ করে কেবলমাত্র পরবর্তী একটি কাজের দিনের মধ্যে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনো শাখায় কাজের সময়ে গিয়ে নগদে টাকা জমা দেবেন৷ ওইদিনের মধ্যে দিতে না পারলে কেবলমাত্র নেট ব্যাঙ্কিং, মাস্টার/ ভিসা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করে টাকা জমা করা যাবে৷ নেটে টাকা জমা করা যাবে আগামী ১৮ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত৷

আবেদনের পদ্ধতি: www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ এক দরখাস্তে ও এক ফি-তেই একাধিক পছন্দের পদের জন্য আবেদন করা যাবে পছন্দক্রম জানিয়ে৷ আবেদন করার আগে নিজের ছবি ও সই স্ক্যান করে রাখবেন ওয়েবসাইটে দেওয়া মাপ অনুযায়ী৷ অনলাইনে সঠিকভাবে পূরণ করে সাবমিট করে আবেদনপত্রের একটি প্রিন্ট-আউট সংগ্রহ করে রাখতে হবে৷ ইন্টারভিউয়ের সময় এই প্রিন্ট-আউট ও সমস্ত মূল সার্টিফিকেট দাখিল করতে হবে৷ আবেদন করা যাবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত৷

 

 

 

লাইভ টিভি দেখুন:       https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল