কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা প্রস্তুতি

1356
0
practiceset-picture

পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্যে ও দিল্লিতে অবস্থিত কেন্দ্রীয় সরকারের অফিসগুলিতে লোয়ার ডিভিশন ক্লার্ক/ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/ সর্টিং অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর (ডিইও) ও ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ-র কয়েক হাজার শূন্যপদে নিয়োগের জন্য দরখাস্ত নেওয়া হল।

লিখিত পরীক্ষা হবে দুটি পর্যায়ে, টিয়ার ওয়ান ও টিয়ার টু। টিয়ার ওয়ানে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স (২৫টি প্রশ্ন, ৫০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (২৫টি প্রশ্ন, ৫০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (২৫টি প্রশ্ন, ৫০ নম্বর) ও জেনারেল অ্যাওয়্যারনেস (২৫টি প্রশ্ন, ৫০ নম্বর)। পরীক্ষার সময় ৬০ মিনিট। অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। ইংরেজি বাদে অন্যান্য বিষয়ের প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। নেগেটিভ মার্কিং আছে। এক-একটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর করে কাটা হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে টিয়ার ওয়ানের প্রশ্নসেটের নমুনা দেওয়া হল।

কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার প্রশ্নসেট ডাউনলোড লিঙ্ক ঃ SSC CHSL