কর্মশিক্ষা ও শারীরশিক্ষা শিক্ষক পদে প্যারাটিচার নিয়োগের কাউন্সেলিং

1794
0
Assistant Teacher Recruitment

ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট-এর মাধ্যমে ফিজিক্যাল এডুকেশন ও ওয়ার্ক এডুকেশন বিষয়ে সহশিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় দফার কাউন্সেলিং তারিখ ঘোষণা করা হয়েছে, প্যারাটিচারদের ১০% সংরক্ষিত পদে।

এই পদে নিয়োগের জন্য বাছাই প্রাথীদের (প্যারা টিচার) কাউন্সেলিং হবে আগামী ১৫ নভেম্বর, ২০১৯। আগামী ১২ নভেম্বর স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কাউন্সেলিংয়ের সময় এবং অবশিষ্ট শূন্যপদের বিস্তারিত তথ্য আপলোড করে দেওয়া হবে। ১২ তারিখ থেকেই প্রার্থীরা ওয়েবসাইটে নিজের রোল নম্বর দিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে পারবেন।

এই সংক্রান্ত বিজ্ঞপ্তি লিঙ্ক: http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Notice_Counselling%20of%201st%20SLST-Physical%20&%20Work%20Education%20(XI-XII)-2nd%20phase-05.11.2019-Upper%20Primary.pdf

 

 

 

WBSSC, WBSSC Work & Physical Education