কলকাতায় আরবান হেলথ মিশনের জন্য ১৬৫ নার্স নিয়োগ

1427
0
nursing sister job

কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটির অধীনে ন্যাশনাল আরবান হেলথ মিশনের জন্য চুক্তির ভিত্তিতে ১৬৫টি নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– 04/Kolkata NUHM Society/20019-20.

শূন্যপদ : অসংরক্ষিত ৪১, এসসি ৬০, এসটি ১৫, ওবিসি-এ ২৭, ওবিসি-বি ৮, অসংরক্ষিত পিএচডি ৯, অসংরক্ষিত মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন ৫।

যোগ্যতা: ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জিএনএম ট্রেনিং / বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল  নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে।  বাংলায় দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর, ২০১৯ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ৬৪ বছর।

মাসিক ভাতা: মাসিক ভাতা হবে ১৭,২২০ টাকা।

আবেদন: আগামী ২ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত (কাজের দিনগুলিতে বেলা ১১টা-৪টে, শনিবার ১১টা-২টো) আবেদন করা যাবে নির্দিষ্ট ফর্ম্যাটে।  আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথির নিজের অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে।

আবেদন জমা দেওয়ার ঠিকানা: Room No.147, 1st floor, 5, S.N Banerjee Road, Kolkata Municipal Corporation (HQ), Kolkata-700013.

আবেদন পত্রের ফর্ম্যাট ডাউনলোড লিঙ্ক: https://www.kmcgov.in/KMCPortal/downloads/RECRUITMENT_16NURSE_22_08_2019.pdf

 

 

Current Jobs in West Bengal, Government Job in West Bengal, Staff Nurse Recruitment,