কলকাতায় বিমান বন্দরে ৬৩ সিকিউরিটি এজেন্ট নিয়োগের সরাসরি ইন্টারভিউয়ের তারিখ বদল

1154
0
31st July Current Affairs

কলকাতা বিমান বন্দরের জন্য এয়ার ইন্ডিয়ায় ৬৩ জন পুরুষ-মহিলা সিকিউরিটি এজেন্ট নিয়োগের যে খবর গত ১৭ নভেম্বর আপলোড করা হয়েছে (https://jibikadishari.co.in/?p=8599) তার ওয়াক-ইন-ইন্টারভিউয়ের তারিখ পূর্বনির্ধারিত ৮ ডিসেম্বরের বদলে হবে আগামী ১৫ ডিসেম্বর।

অন্য সব শর্তাবলি অপরিবর্তিত আছে।

ফলে আগে যাঁরা খবরটি দেখেননি তাঁরাও যোগ্যতা ইত্যাদি ঠিক থাকলে এই ইন্টারভিউয়ের সুযোগ নিতে পারেন।

বিস্তারিত জানতে পারেন এই ওয়েবপেজের লিঙ্ক থেকেও: http://www.airindia.in/careers.htm