কলকাতা উচ্চ আদালতে এলডিএ নিয়োগের প্রথম পর্যায়ের পরীক্ষার ফল শীঘ্রই

775
0
LDC Result, Calcutta High Court, Calcutta High Court Recruitment,

কলকাতা হাইকোর্টে ২০০ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (এলডিএ) নিয়োগের জন্য (নোটিফিকেশন নং 5442-RG dated 20thDecember, 2018 ও 2564-R (Recruitment) dated 17.05.2019)  প্রথম পর্যায়ের পরীক্ষায় সফল হয়ে যাঁরা প্রয়োজনীয় অন্যান্য আনুষঙ্গিক শর্ত পূরণ সাপেক্ষে দ্বিতীয় পর্যায়ের লিখিত পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করেছেন তাঁদের মধ্যে ১৮ জনকে আগামী ৩ ডিসেম্বর বেলা ১১টা থেকে ৪টের সময় নির্ধারিত ফি জমা দিতে হবে কলকাতা জিপিওতে ভাঙানোর যোগ্য ও ১৫ নভেম্বর তারিখের পরে কেনা পোস্টাল অর্ডারে, Registrar General, High Court, Calcutta-র অনুকূলে। জমা দিতে হবে এই জায়গায়: Recruitment Cell, Room No. 654, 6th floor, Sesqui-Centenary Building, High Court at Calcutta. ওই প্রার্থীরা ওই সময়ে ফি জমা না দিলে প্রার্থিপদ বাতিল হবে এবং ওই দিনক্ষণ আর বদলানো হবে না বলে জানানো হয়েছে।

দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় বসার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে ওপরে বলা প্রার্থীদের ফি জমা দেবার পর্ব সম্পূর্ণ হবার পর। ওই ১৮ জনের তালিকা সহ উচ্চ আদালতের এই বিজ্ঞপ্তি (No. 5626-R (Recruitment) Dated, 15thNovember, 2019) দেখা যাবে এই লিঙ্কে: https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/recruiment-notice/2438