কলকাতা উচ্চ আদালতে ২৫ পিএ/স্টেনো নিয়োগের প্রিলি পরীক্ষার ফল

698
0
NET, Net, Net Online Application

কলকাতা উচ্চ আদালতের আপিল অধিক্ষেত্রে ( অ্যাপেলেট সাইড) বিভিন্ন পদে ২৫ জন পিএ/স্টেনোগ্রাফার (গ্রেড-সি) নিয়োগের জন্য Employment Notice No. 4086 – RG dated 7th August, 2019 অনুযায়ী প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশিত হয়েছে। দুটি তালিকা প্রকাশিত হয়েছে: ১ নং তালিকায় যে প্রার্থীরা পরীক্ষা দিয়েছিলেন সেই ৯৪১ জনের পুরো তালিকা, কে কটা উত্তর বাদ দিয়েছেন, কটা ভুল করেছেন, তার মাসুল বাদ দিয়ে কে মোট কত নম্বর পেয়েছেন তাও জানানো হয়েছে। ২ নং তালিকায় রয়েছে ৭৫ জন সফল প্রার্থীর নাম। এই দ্বিতীয় তালিকার প্রার্থীরা দ্বিতীয় ধাপের পরীক্ষায় বসতে পারবেন। সেই পরীক্ষা হবে আগামী ৭ মার্চ। তাঁদের কললেটার ডাকে পাঠানো হচ্ছে। কললেটারে দেওয়া নিয়ম-নির্দেশ ও তথ্যাবলি ভালো করে পড়ে বুঝে নেবেন। ৩ মার্চের মধ্যে কললেটার না পেলে ডুপ্লিকেটের জন্য ৪ বা ৫ মার্চ বেলা ১২টা থেকে ৪টের মধ্যে উপস্থিত হয়ে তা জানাতে হবে এই ঠিকানায়: Recruitment Cell, 6th Floor, Sesquicentenary Building, Room No. 654, High Court, Calcutta. তখন সঙ্গে নিয়ে যেতে হবে প্রিলিমিনারি পরীক্ষার মূল অ্যাডমিট কার্ড ও কোনো সচিত্র পরিচয়পত্র (প্যান, আধার, এপিক, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি) এবং তার জেরক্স। নতুন কোনো ঘোষণা, নির্দেশ ইত্যাদি থেকলে তা জানানো হবে এই লিঙ্কে: www.calcuttahighcourt.gov.in. প্রিলিমিনারি পরীক্ষার্থী ও সফল প্রার্থীদের তালিকা সহ এই বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/recruiment-notice/2612