কলকাতা ও হুগলির ৩ স্কুলে চাকরি

538
0
Teacher Recruitment

কলকাতার স্কুলে চাকরি

১ মার্চ ২০১৯ পর্যন্ত মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে ভূগোল (পাস) ওবিসি-এ সহশিক্ষিকা চাই। বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১১ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, গার্ডেনরিচ মুদিয়ালী গালর্স’ হাই স্কুল, এন-২১২, মুদিয়ালী রোড, কলকাতা ২৪।

হুগলির স্কুলে চাকরি

  • মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস বিএড অসংরক্ষিত মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১১ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: পলাশপাই বিজয় মোদক উচ্চ বালিকা বিদ্যালয়, গ্রাম ও পোস্ট: পলাশপাই, থানা খানাকুল, জেলা হুগলি, পিন ৭১২৪১৬।
  • ২৪ মে ২০১৯ পর্যন্ত লিভ ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস অসংরক্ষিত, ট্রেনিংপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৭ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Baradongal R N Ins (HS), Baradongal, Hooghly 712617.