কলকাতা পুলিশের গ্রুপ-সির ফল

867
0

কলকাতা পুলিশের গ্রুপ-সির কিছু পদে (লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, মোটর মেকানিক ও মেশিনম্যান) অবসরপ্রাপ্তদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি নং 01/Emp/Estt/2017 dated 30/11/2017 অনুযায়ী গত ৬ জানুয়ারি তারিখে যে ওয়াক-ইন-ইন্টারভিউ অনুষ্ঠিত হয়েছিল তার ফল বেরিয়েছে।

সফল প্রার্থীদের কলকাতা পুলিশ ডিরেক্টরেটের এস্টাব্লিশমেন্ট সেকশনে ১ জুন ২০১৮ ঠিক বেলা ১০টায় রিপোর্ট করতে বলা হয়েছে।

সফল প্রার্থীদের তালিকা দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: http://www.kolkatapolice.gov.in/images/docs/groupcposts.pdf