কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগের সংযোজিত তালিকা

1679
0
Folafal Final Pic

কলকাতা পুলিশে কনস্টেবল/সেপাই/উইমেন কনস্টেবল পদের জন্য পূর্বঘোষিত নির্বাচিতদের তালিকা থেকে কিছু প্রার্থী বাতিল হয়েছেন কোনো-না-কোনো কারণে। তাঁদের জায়গায় নতুন কিছু প্রার্থীকে নির্বাচন করা হয়েছে রিজার্ভ লিস্ট থেকে। কনস্টেবল পদের জন্য অসংরক্ষিত ক্যাটেগরির ৮ জন, তপশিলি জাতি ১ জন, ওবিসি-এ ১ জন এবং উইমেন কনস্টেবল পদের জন্য অসংরক্ষিত ক্যাটেগরির ১ জন নর্বাচিত হয়েছেন। নির্বাচিত নতুন প্রার্থীদের নামের তালিকা দেখা যাবে http://www.kolkatapolice.gov.in/images/docs/psc0618.pdf লিঙ্কে ক্লিক করে।

নির্বাচিত প্রার্থীদের ভেরিফিকেশন রোল ডাউনলোড করে নিতে হবে এই লিঙ্ক থেকে: http://www.kolkatapolice.gov.in/images/docs/vrform.PDF. ওই ভেরিফিকেশন রোল দুকপি নিয়ে পূরণ করে প্রয়োজনীয় প্রমাণপত্র সমূহের প্রত্যয়িত কপি সহ জমা দিতে হবে এই ঠিকানায়: Central Reserve Office, 18, Lalbazar Street, Kolkata-700 001. আগামী ২৬ জুন বেলা ১১টার পর থেকে তা জমা দেওয়া যাবে। নিজের ২ কপি পাসপোর্ট মাপের সাম্প্রতিক তোলা রঙিন ছবিও সঙ্গে নিয়ে যেতে হবে।