কলকাতা পুলিশে সিভিক ভলেন্টিয়ার শারীরিক ও ভাইভা টেস্ট

1144
0
KP Civic Volenter

কলকাতা পুলিশে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য (Employment Notice No FRC/Recruit/10/2018 Dated 29/10/2018) ডকুমেন্ট ভেরিফিকেশনের পর শারীরিক ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ও সেই পরবর্তী পরীক্ষার দিনক্ষণের সূচি প্রকাশিত হয়েছে। পরীক্ষা হবে বিভিন্ন ব্যাচে ভাগ করে ৩-১১ ডিসেম্বর। সেইমতো নির্ধারিত সময়ের ৩০ মিনিট পরে গেলেও প্রার্থিপদ বাতিল করা হবে। ওই দুই পরীক্ষাই হবে একইদিনে, এই ঠিকানায়: Police Training School, 247 A J C Bose Road, Kolkata-700027.

কাউকে আলাদা কোনো কললেটার পাঠানো হবে না। একজন নিজের সবচেয়ে উপযুক্তবিবেচনা মতো বেছে নিতে পারেন যে-কোনো একটি পরীক্ষা, এই বিষয়গুলির মধ্যে থেকে: Swimming/  Life Saving Job/ Climbing/  Electrical Work/  Plumbing/ Motor Mechanic Job/ Welding/  Cutting/ Carpentry/ Pianting.

ওই পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ও সময়সূচি দেখা যাবে এই লিঙ্কে:

http://www.kolkatapolice.gov.in/images/docs/CVFRC10.pdf