কলকাতা পোর্ট ট্রাস্টে ট্রেনি অফিসার নিয়োগ

649
0
Port Trust Job

কলকাতা পোর্ট ট্রাস্টে ২ জন ট্রেনি অফিসার নিয়োগ করা হবে তিন বছরের চুক্তিতে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস/ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট-এ সেমি কোয়ালিফাইড প্রার্থীরা আবেদন করতে পারবেন (অবশ্যই কমার্স গ্র্যাজুয়েট হতে হবে)। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

পারিশ্রমিক: প্রথম বছরে প্রতি মাসে ১৫০০০ টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে ১৭০০০ টাকা ও তৃতীয় বছরে প্রতি মাসে ১৯০০০ টাকা।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। http://www.kolkataporttrust.gov.in/  ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। পূরণ করা আবেদনপত্র স্বাক্ষর করে recruitment.fa@kolkataporttrust.gov.in ইমেল আইডিতে পাঠাতে হবে। পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স ইন্টারভিউয়ের সময় সঙ্গে নিয়ে যেতে হবে। আবেদন করা যাবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

http://www.kolkataporttrust.gov.in/showfile.php?layout=1&lang=1&level=1&sublinkid=4519&lid=3811  লিঙ্কে আবেদনের বয়ান সহ সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।