কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্ৰুপ-সি, গ্ৰুপ-ডি নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সিলেবাস

schedule
2018-07-06 | 13:42h
update
2018-07-06 | 13:49h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

গ্ৰুপ সি পদগুলির জন্য—

১) জেনারেল নলেজ (প্রার্থীর পরিপার্শ্ব বিষয়ে সাধারণ জ্ঞানের এবং সমাজে তার প্রয়োগ বিষয়ে প্রশ্ন)।

২) কারেন্ট অ্যাফেয়ার্স (ঘটমান বিষয়সমূহের জ্ঞান ও দৈনন্দিন জীবনের বিভিন্ন পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা যাচাই করা হবে। ভারত ও অন্যান্য দেশের খেলাধূলা, রাজনীতি, ভৌগোলিক পরিবেশ, সংস্কৃতি, সাহিত্য, শিল্প, রাষ্ট্রনীতি, অর্থনীতি, ভারতীয় সংবিধান, বৈজ্ঞানিক গবেষণা প্রভৃতি বিষয়ে সাম্প্রতিক ঘটনাবলি)।

Advertisement

৩) জেনারেল ইংলিশ (ইংরেজি বোঝার মতো প্রাথমিক জ্ঞান— ভোকাবুলারি, গ্র্যামার, সেনটেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম ও এসবের সঠিক ব্যবহার)।

৪) অ্যারিথম্যাটিক (সরল, দশমিক, পৌনঃপুনিক দশমিক, বিভাজ্যতা, ভগ্নাংশ, লসাগু, গসাগু, অংশীদারি, শতকরা, লাভ-ক্ষতি, বাটা, গড়, অনুপাত, সরল সুদ, সময় ও কাজ, সময় ও দূরত্ব)।

নম্বর বিভাজন: ২০+২০+২০+২০=৮০।

গ্ৰুপ ডি পদগুলির জন্য—

১) জেনারেল নলেজ (প্রার্থীর পরিপার্শ্ব বিষয়ে সাধারণ জ্ঞানের এবং সমাজে তার প্রয়োগ বিষয়ে প্রশ্ন)।

২) কারেন্ট অ্যাফেয়ার্স (ঘটমান বিষয়সমূহের জ্ঞান ও দৈনন্দিন জীবনের বিভিন্ন পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা যাচাই করা হবে। বিশেষত পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যের খেলাধূলা, ইতহাস, সংস্কৃতি, ভূগোল বিষয়ে সাম্প্রতিক ঘটনাবলি সংক্রান্ত প্রশ্নও থাকবে)।

৩) অ্যারিথম্যাটিক (সরল, দশমিক, ভগ্নাংশ লসাগু, গসাগু, শতকরা, লাভ-ক্ষতি, বাটা, গড়, অনুপাত, সরল সুদ, সময় ও কাজ, সময় ও দূরত্ব)।

নম্বর বিভাজন: ২০+২০+২০=৬০।

 

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৫৯১ গ্ৰুপ সি, গ্ৰুপ ডি নিয়োগের বিস্তারিত খবর AMP
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.05.2024 - 21:58:24
Privacy-Data & cookie usage: