কলকাতা বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগে ফের স্থগিতাদেশ

schedule
2018-10-12 | 08:54h
update
2018-10-12 | 08:54h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

স্থগিতাদেশ দেওয়া হল কলকাতা বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগে। কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ আপাতত এই নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া আদৌ স্কুল সার্ভিস কমিশন চালাতে পারে কিনা সেই প্রশ্নেই নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

Advertisement

গত ২৯ জুন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৫৯২টি গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে আবেদন গ্রহণ ও পরবর্তীকালে পুরো পরীক্ষা প্রক্রিয়ায় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে হওয়ার কথা। প্রায় আড়াই লক্ষ প্রার্থী এই নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেছেন বলে জানা গেছে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কিছু দিন পরেই ২৭ জুলাই  হাইকোর্টে মামলা দায়ের করা হয়। রিয়া দাস নাম এক প্রার্থীর মামলার পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মীরাও একটি মামলা দায়ের করেছিলেন। বিশ্ববিদ্যালয়ে সঠিক পদ্ধতিতে কর্মীদের পদোন্নতি না করে সেই পদগুলিতে কীভাবে নিয়োগ করা হচ্ছে, সেই অভিযোগে এই মামলা দায়ের করেছিলেন তাঁরা। সেই মামলাতেও আদালত এই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছিল (https://jibikadishari.co.in/?p=6551AMP)।

 

Calcutta University, Calcutta University Group C, Group D Recruitment, Calcutta University Group C, Group D

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 20:01:52
Privacy-Data & cookie usage: