কলকাতা মিউনিসিপ্যালিটিতে ৪২ মেডিকেল অফিসার

910
0
wb health recruitment 2022

কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটির অধীন কলকাতার বিভিন্ন আরবান প্রাইমারি হেলথ সেন্টারে ৪২ জন মেডিকেল অফিসার নিয়োগ করা হবে চুক্তিতে। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: 09/Kolkata City NUHM Society/2019-20.

শূন্যপদ: মেডিকেল অফিসার (পূর্ণ সময়ের): ২৫, মেডিকেল অফিসার (আংশিক সময়ের): ১৭।

যোগ্যতা: মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে এমবিবিএস সঙ্গে এক বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১০ ফেব্রুয়ারি ২০২০ তারিখের মধ্যে।

বেতন: পূর্ণ সময়ের প্রার্থীদের প্রতি মাসে ৪০০০০ টাকা এবং আংশিক সময়ের প্রার্থীদের প্রতি মাসে ২৪০০০ টাকা।

বয়স: ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৬৬ বছর।

ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা: ইন্টারভিউ হবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ১১.৩০ মিনিটে।

ঠিকানা- Room No 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N.Banerjee Road, Kolkata 700013.

www.kmcgov.in ওয়েবসাইট থেকে আবেদনপত্রের বয়ান ডাউনলোড করা যাবে। ইন্টারভিউয়ের দিন পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সচিত্র পরিচয়পত্র, বাসস্থানের প্রমাণ, বয়সের প্রমাণ ও অন্যান্য যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইটে জানা যাবে।