কলকাতা সিটি সেশন কোর্টে এলডিএ নিয়োগ পার্ট-১ পরীক্ষার ফল

726
0
Folafal Final New

কলকাতা সিটি সেশন কোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য (বিজ্ঞপ্তি নং 2674-S(Rectt) dated 29.05.2018) পার্ট-১ লেখা পরীক্ষার ফল বেরিয়েছে। পার্ট-২ লিখিত পরীক্ষায় বসার জন্য সফল হয়েছেন ৪০২ জন।

পার্ট-২ পরীক্ষা হবে ১১ আগস্ট রবিবার। ১০০ নম্বরের ১ ঘণ্টার অবজেক্টিভ টাইপের পরীক্ষা, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত। মাধ্যমিক মানের প্রশ্ন হবে। সিলেবাস পরে জানানো হবে। দুটি গ্রুপে ভাগ করা প্রশ্ন: গ্রুপ-‘এ’ ইংরেজি ৫০ নম্বর, গ্রুপ-‘বি’ বাংলা ৫০ নম্বর। এই পরীক্ষায় সফল হলে ১০ নম্বরের পার্সোন্যালিটি টেস্ট, তারমধ্যেই থাকবে কম্পিউটার অপারেশন টেস্ট। চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে পার্ট-২ লিখিত পরীক্ষা ও পার্সোন্যালিটি টেস্ট-কম্পিউটার অপারেশন টেস্টের নম্বরের ভিত্তিতে।

পার্ট-১-এর ফলাফল ও এই ঘোষণা দেখা যাবে এই লিঙ্কে: https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2213