কলকাতা সিটি সেশন কোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের চূড়ান্ত ফল

1338
0
Folafal Final New

কলকাতা সিটি সেশন কোর্টে ২০১৭-১৮র শূন্যপদে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য যে পরীক্ষা হয়েছিল তার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। সফল প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম সংগ্রহ করতে হবে সিটি সেশন কোর্টের অফিস থেকে, আগামী ৩০ সেপ্টেম্বর, ১ অক্টোবর বা ৪ অক্টোবর বেলা ১১টা থেকে ৪টের মধ্যে।  নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখা যাবে এই লিঙ্কে:

https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2374