কলকাতা হাইকোর্টে গ্রুপ-ডি পদের মেধাতালিকা প্রকাশিত

932
0
current affairs

কলকাতা হাই কোর্টে আদিম অধিক্ষেত্র (অরিজিনাল সাইড) ও আপিল ক্ষেত্রে (অ্যাপিলেট সাইড) ২২১টি গ্রুপ-ডি পদের জন্য বিজ্ঞপ্তি নং Advertisement No. 4441-RG dated September 28, 2018 অনুযায়ী গত ৬ ও ৭ জুলাই যাঁরা ইন্টারভিউ দিয়েছিলেন তাঁদের চূড়ান্ত ফল বেরিয়েছে। নিয়োগপত্র যথাসময়ে দেওয়া হবে।

ইন্টারভিউয়ে ডাক পাওয়া মোট ৫০৭ জনেরই মেধাতালিকা সহ ১ আগস্টের এই বিজ্ঞপ্তি Notification No. – 3959 R (Recruitment) দেখা যাবে এই লিঙ্কে: https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/recruiment-notice/2265