কলকাতা হাইকোর্টে পিএ/স্টেনো (গ্রেড-সি) নিয়োগের প্রিলিমিনারি শর্টহ্যান্ড টেস্ট

862
0
current affairs

কলকাতা উচ্চ আদালতে ২৫ জন পিএ/স্টেনোগ্রাফার (গ্রেড-সি) নিয়োগের জন্য (বিজ্ঞপ্তি নং 4086-RG dated 07th August.2019) ৬০০ নম্বরের প্রিলিমিনারি শর্টহ্যান্ড টেস্ট (প্রথম পর্যায়) হবে আগামী ২২ ডিসেম্বর বেলা ১১টায়। যাঁরা এই টেস্টে বসার জন্য সফল হয়েছেন সে ১১৬৬ জন (তালিকা-১) এবং কোনো-না-কোনো কারণে বাতিল হওয়া ২২৯ জনের (তালিকা-২) তালিকা দেখা যাবে নিচের লিঙ্কে ক্লিক করে। প্রিলিমিনারি শর্টহ্যান্ড টেস্টের জন্য নির্বাচিত অর্থাৎ তালিকা-১ ভুক্ত প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রের ঠিকানা সহ অ্যাডমিট কার্ড ডাকে পাঠানো হচ্ছে। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে তা না পেলে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড পাবেন আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর হাতে-হাতে বেলা ১১টা-৪টেয়, এই ঠিকানায়: Recruitment Cell, 6th Floor, Sesquicentennial Building, Room No. 654, High Court, Calcutta. সঙ্গে নিয়ে যেতে হবে সামনে নিজের সই করা দুকপি এখনকার পাসপোর্ট মাপের রঙিন ফটো, একটি যে-কোনো গ্রহণযোগ্য সচিত্র পরিচয়পত্র (মূল ও তার একটি জেরক্স)। কলকাতা উচ্চ আদালতের ২৫ নভেম্বর ইস্যু করা এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/recruiment-notice/2454

পরবর্তী ঘোষণা ইত্যাদির জন্য চোখ রাখতে হবে এই ওয়েবসাইটে: www.calcuttahighcourt.gov.in

 

 

 

Calcutta High Court, Calcutta High Court Result