কলেজ সার্ভিস কমিশনের সেট ২০১৭ উত্তীর্ণদের জন্য ই-সার্টিফিকেট

624
0
Folafal Final Pic

পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের সেট ২০১৭ পরীক্ষায় যাঁরা সফল হয়েছেন তাঁরা ই-সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন নিচের লিঙ্ক থেকে।

নিজের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন বোতামে ক্লিক করলে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে তা জানার জন্যও পাশের বোতামে ক্লিক করে নির্দেশমতো এগোতে হবে।

সার্টিফিকেট ভালো করে খুঁটিয়ে দেখে নেবেন এবং ভবিষ্যতের প্রয়োজনের জন্য প্রিন্ট-আউট নিয়ে রাখবেন। ডাউনলোড করতে পারবেন এই লিঙ্কে:   https://wbcsc.org.in/RegistrationPortal/