কল্যাণী পৌরসভার ২ বিজ্ঞপ্তি বাতিল

817
0

কল্যাণী পৌরসভায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্ট্যান্ট, ক্যাশিয়ার, ক্লার্ক, টাইপিস্ট নিয়োগের যে বিজ্ঞপ্তি (নম্বর ৪০৩০/কে.এম., তারিখ ০৫.০৪.২০১৮) প্রকাশ করা হয়েছিল এবং তারও আগে ২৯.০৩.২০১৩ তারিখে ক্লার্ক নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তা বাতিল করা হয়েছে। বলা হয়েছে, ওইসব পদে নিয়োগ এখন থেকে পশ্চিম বঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে হবে। আজ ৬ আগস্ট কল্যাণী পৌরসভার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। অন্য কোনো নিয়োগবিজ্ঞপ্তি বাতিলের কথা বলা হয়নি। ফলে ড্রাইভার ও মজদুর নিয়োগপ্রক্রিয়া (বিজ্ঞপ্তি নম্বর ৬৭৫৬ ও ৬৭৫৭, তাং ৩০.০৭.২০১৮) চলবে (বিস্তারিত খবর: https://jibikadishari.co.in/?p=6879)।