কারেন্ট অ্যাফেয়ার্স ১০ অক্টোবর, ২০১৮

schedule
2018-10-12 | 12:09h
update
2018-10-12 | 12:09h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • পৌর নির্বাচনের দ্বিতীয় দফায় কাশ্মীরে ৩.৪ শতাংশ ও জম্মুতে ৮০ শতাংশ ভোট পড়ল।
  • মালদহ থেকে নয়াদিল্লিগামী নিউ ফরাক্কা এক্সপ্রেস বেলাইন হয়ে মৃত্যু হল ৫ জন যাত্রীর। মৃতদের মধ্যে দুটি শিশু রয়েছে।
  • বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝডে পরিণত হল। নাম দেওয়া হয়েছে তিতলি। এটি ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের মাঝে ঘণ্টায় ১৪৫ কিমি বেগে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আ্ন্তর্জাতিক

  • বাংলাদেশে বিনএনপি জামাত জোটের ১৯ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ শোনাল আদালত। পুলিশ ও সেনার উচ্চপদস্থ কর্মী সহ ১১ জনকে কারাদণ্ড দেওয়া হল। ২০১৪ সালের ২১ আগস্ট তখনকার বিরোধী নেত্রী শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে এক জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়েছিল। হাসিনা রক্ষা পেলেও ২৪ জন প্রাণ হারান। মৃত্যুদণ্ড দেওয়া হল সেই সময়ের ২ মন্ত্রী লুত্‌ফুজ্জামান বাবর ও আবদুস সালাম পিন্টুকেও। সেদিনের ঘটনাকে `সরকারি জঙ্গি হামলা’ বলল আদালত।
  • নতুন নজির স্থাপন করলেন উগান্ডার ৩২ বছরের কন্যা লুলু জেমাইমা। লোকজন ডেকে তিনি নিজেকেই বিয়ে করলেন। লুলু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।বাবা মা-র চাপ ছিল বিয়ের জন্য। কিন্তু লুলু চেয়েছেন নিজের স্বপ্নকে সফল করতে। তাই এই সিদ্ধান্ত।
  • ফ্লোরিডা উপকূলে আছড়ে পড়ল হারিকেন মাইকেল।
Advertisement

খেলা

  • বুয়েনস এয়ার্স যুব অলিম্পিকে সোনা জিতলেন সৌরভ চৌধুরী। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে তিনি চ্যাম্পিয়ন হলেন। তিনটি সোনা জিতে যুব বিশ্বকাপে নিজেদের শ্রেষ্ঠ সাফল্য নিশ্চিত করল ভারত।
  • সুলতান জোহর কাপ হকিতে ভারত ৫-৪ গোলে হারাল অস্ট্রেলিয়াকে।এই জুনিয়র হকি প্রতিযোগিতায় ভারত সেমিফাইনালে পৌঁছল।

বিবিধ

  • টানা ৬ দিন পতনের পর এদিন ডলারের সাপেক্ষে দাম বাড়ল টাকার। এদিন শেয়ারসূচক সেনসেক্সও ৪৬১.৪২ অঙ্ক এবং নিফটি ১৫৯.০৫ পয়েন্ট বৃদ্ধি পেল। বিমান জ্বালানিতে উৎপাদন শুল্ক ১৪ থেকে কমিয়ে ১১ শতাংশ করল কেন্দ্র।
  • লোকসানে চলা তিনটি সংস্থা বিক্কো লরি, ন্যাশনাল জুট ম্যানুফাকচার্স কর্পোরেশন, বার্ড জুট অ্যান্ড এক্সপোর্ট সংস্থা বন্ধের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।এই তিন কেন্দ্রীয় সংস্থা পুনরুজ্জীবনের চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছে মন্ত্রিসভা।
  • পশ্চিমবঙ্গের হরিণঘাটায় ৯৯১ কোটি টাকা বিনিয়োগ করে লজিস্টিক হাব গড়ে উঠবে।এতে ১৮৩১০ জনের কর্মসংস্থান হবে বলে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী মন্ত্রী অমিত মিত্র জানালেন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2024 - 17:47:17
Privacy-Data & cookie usage: