আন্তর্জাতিক
- দক্ষিণ কোরিয়া থেকে স্থায়ী ভাবে বসবাসের জন্য উত্তর কোরিয়ায় চলে গেলেন দক্ষিণ কোরিয়ার প্রাক্তন বিদেশমন্ত্রী চয় ডন শিনের ছেলে চয় ইন শুক। তাঁর দাবি, বাবা-মায়ের ইচ্ছাকে সম্মান জানাতে উত্তরে গিয়ে তিনি দুই কোরিয়াকে এক করার চেষ্টা করবেন। প্রসঙ্গত, ১৯৫০-৫৩-র যুদ্ধের পর উত্তর থেকে দক্ষিণে যাওয়ার প্রবণতার মধ্যে ইন শুকই ব্যতিক্রম।
- সড়ক পথে যুক্ত হতে চলেছে ইউরোপ ও চিন। জার্মানির হামবুর্গ থেকে পোল্যান্ড, বেলারুশ, রাশিয়া হয়ে চিনের সাংহাই ছোঁবে। দূরত্ব ২০১১ কিমি। খরচ হবে ভারতীয় মুদ্রায় ৬০ হাজার কোটি টাকা। রাশিয়ার মধ্যে দিয়ে যাওয়া অংশটি ‘মস্কো বাইপাস’ নামে পরিচিত হবে। এই প্রস্তাবে ছাড়পত্র দিল ভ্লাদিমির পুতিন সরকার।
- মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ দূত কিম ডারোখ ইস্তফা দিলেন। মার্কিন রাষ্ট্রপতি সম্পর্কে তাঁর পাঠানো গোপন বার্তা প্রকাশ হয়ে পড়ায় বিতর্ক শুরু হয়েছিল।
জাতীয়
- নাগাল্যান্ডে ভূমিপুত্র ও বহিরাগত চিহ্নিতকরণের কাজ শুরু করল নাগাল্যান্ড সরকার। এই প্রক্রিয়ার নাম দেওয়া হল রিন (রেজিস্ট্রার অব ইন্ডিজেনাস ইনহ্যাবিট্যান্টস অব নাগাল্যান্ড)। নাগাল্যান্ডে স্বীকৃত জনজাতির সংখ্যা ১৬।
- পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্য সরকারি চাকরিতে ৩৪ হাজার শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- পকসো আইনে মৃত্যদণ্ডের ধারা যুক্ত করার প্রস্তাব আনল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
বিবিধ
- নাটকীয় প্রত্যাবর্তন ঘটল ‘আটলান্টিক স্টারজন’ মাছের। জেলেদের দাপটে, নদীতে বাঁধ দেওয়া, উষ্ণায়ন, প্রভৃতি কারণে তিন দশকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল স্টারজন। মাছখানি প্রায় ১৪ ফুট লম্বা হয়। সম্প্রতি হ্যাডসন, জেমস, সেন নদীতে এই মাছ দেখা গেছে বলে খবরে প্রকাশ।
- প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টে মোট জমার অঙ্ক ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানাল। মোট অ্যাকাউন্টের সংখ্যা ৩৬.০৬ কোটি।
খেলা
- কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের রাখী হালদার। বাংলার মেয়ে রাখী ৬৪ কেজির স্ন্যাচ ও ক্লিনজার্ক বিভাগে ২১৫ কেজি ওজন তুললেন। তিনি টোকিও অনিম্পিকেও অংশ নেওয়ার যোগ্যতামান অর্জন করলেন।
- ইতালির নাপোলিতে সামার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের ১০০ মিটারে সোনা জিতলেন ভারতের দ্যুতি চাঁদ। ১১.৩২ সেকেন্ড সময় করলেন তিনি। গ্লোবাল মাল্টি গেমসে অলিম্পিকের পর সব থেকে বড় প্রতিযোগিতা এটি। যেখানে এই প্রথম কোনো ভারতীয় ১০০ মিটারে সোনা জিতলেন।
- বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠল নিউজিল্যান্ড। সেমিফাইনালে তারা ভারতকে ১৮ রানে হারিয়ে দিল। ম্যান অব দ্য ম্যাচ হলেন ম্যাট হেনরি (১০-১-৩৭-৩)।
- ৭০ বছরে পা দিলেন ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকর।