কারেন্ট অ্যাফেয়ার্স ১০ জানুয়ারি ২০২০

1016
0

আন্তর্জাতিক

  • বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ পালিত হবে ২০২০-২১ সালে। ১৭ মার্চ তাঁর জন্মদিন। সেদিন থেকে এক বছর সময়কে মুজিব-বর্ষ হিসাবে পালনের ঘোষণা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • ইরানে ক্ষেপণাস্ত্র দ্বারাই ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনেরও একই দাবি। তবে ইরান জানিয়েছে, এই দাবি ভিত্তিহীন। ঘটনার তদন্তে ইউক্রেনের সঙ্গে মিলিত টাস্ক ফোর্স গড়ার কথা জানিয়েছে ইরান।
  • পাকিস্তানের বালুচিস্তানে একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে ২ পুলিশ কর্তা সহ ১৬ জন নিহত হলেন। শুক্রবারের নামাজের সময় বিস্ফোরণটি ঘটে।

জাতীয়

  • দেশের বিভিন্ন প্রান্তে চলা বিক্ষোভের মধ্যেই গোটা দেশে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালুর বিজ্ঞপ্তি জারি করলেন কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সচিব অনিল মালিক।
  • ‘ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতাও বাকস্বাধীনতার অঙ্গ, তাই সংবিধানের মূল অধিকারে সুরক্ষিত। অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট বন্ধ করার অনুমতি দেওয়া যায় না। কাশ্মীর নিয়ে এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। ভবিষ্যতে ১৪৪ ধারা সংক্রান্ত যাবতীয় নির্দেশ প্রকাশ করতে হবে বলেও সর্বোচ্চ আদালত জানাল।

বিবিধ

  • আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচর ও তাঁর স্বামী দীপক কোচরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এর আর্থিক মূল্য প্রায় ৬০০ কোটি টাকা। এক বছর আগেই ছন্দা, দীপক ও দীপকের সংস্থার বিরুদ্ধে আর্থিক নয়ছয় কাণ্ডের তদন্তের ভার নিয়েছিল ইডি।

খেলা

  • পুনেতে টি২০ ম্যাচে ভারত ৭৮ রানে হারাল শ্রীলঙ্কাকে। একই সঙ্গে ২-০ ব্যবধানে ভারত সিরিজেও জয়ী হল। দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হলেন শার্দুল ঠাকুর। ম্যান অব দ্য সিরিজ হলেন নবদীপ সাইনি। এদিন শ্রীলঙ্কার দানুষ্কা গুণতিলককে আউট করার পর আন্তর্জাতিক টি২০তে যশপ্রীত বুমরার উইকেট সংখ্যা হল ৫৩ যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।
  • স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল আটলেটিকো। এদিন তারা তারকাসমৃদ্ধ দল বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে দিল।
  • দেশের ক্রীড়াপ্রতিভা বিকাশের লক্ষ্যে ৩৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৬৮০০ প্রতিযোগীকে নিয়ে গুয়াহাটিতে শুরু হল ‘খেলো ইন্ডিয়া’। এদিন প্রতিযোগিতার উদ্বোধন করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিষেণ রিজেজু ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।