কারেন্ট অ্যাফেয়ার্স ১০ জুন ২০২০

983
0

আন্তর্জাতিক

  • জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের ঘটনায় বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ল অন্যান্য দেশেও৷ পূর্ব লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল রাস্তা থেকে সরিয়ে দিল দাসমালিক রবার্ট মিলিগানের মূর্তি৷ ১৮০৯ সালে রবার্টের মৃত্যুর সময় তার আখের খেতে কাজে লাগানো হত ৫২৬ জন ক্রীতদাসকে৷ গত সপ্তাহে প্রতিবাদী জনতা নিজেরাই ব্রিস্টল বন্দরচত্বর থেকে দাসমালিক এডওয়ার্ড কলস্টনের মূর্তি সরিয়ে দিয়েছিল৷
  • বিশ্বে করোনায় ৪,১৬,৩৬৮ জনের মৃত্যু হয়েছে৷ এখনও পর্যন্ত ৭৩,৯৭,৭২৩ জন আক্রান্ত হয়েছেন৷

 

জাতীয়

  • দেশে এপর্যন্ত মোট ২,৭৬,৫৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত৷ এঁদের মধ্যে ১,৩৫,২০৬ জন সুস্থ হয়ে গেছেন৷ আর সক্রিয় আক্রান্ত ১,৩৩,৬৩২ জন৷ এই প্রথম দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যাকে অতিক্রম করে গেল সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা৷ দেশে মোট ৭,৭৪৫ জনের জীবনহানি হয়েছে করোনায়৷ তামিলনাড়ুতে করোনায় প্রাণ গেল ডিএমকে বিধায়ক জে আনবাঝাগনের (৬২)৷ মহারাষ্ট্র, গুজরাট, দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৩,২৮৯, ১,৩১৩ ও ৯০৫ জনের৷ পশ্চিমবঙ্গে করোনা এবং কো-মর্বিডিটির কারণে যথাক্রমে ৪৩২ ও ২৮৮ জনের প্রাণহানি হয়েছে৷
  • অসমে তিনসুকিয়া জেলার বাঘজানে তেলকূপের আগুন নেভাতে বায়ুসেনা ও সেনাবাহিনী নামানো হল৷ অয়েল ইন্ডিয়ার ২ কর্মীর মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে৷ দেড় কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন৷ নিররাপদ স্থানে সরানো হয়েছে ৬,০০০ জনকে৷

 

 

বিবিধ

  • হংকং থেকে ২,৩৪০ কিলোগ্রাম হিরে, রূপো ও মুক্তোর গয়না উদ্ধার করে দেশে ফিরিয়ে আনল ইডি৷ এই পর্যন্ত নীরব মোদী ও মেহুল চোক্সির বিভিন্ন সংস্থার মালিকানাধীন এগুলির অর্থমূল্য ১,৩৫০ কোটি টাকা৷ আর্থিক তছরুপ রোধ আইনে এর সবই বাজেয়াপ্ত করেছে ইডি৷
  • গুজরাটের গির অভয়ারণ্যে গত ৫ বছরে সিংহের সংখ্যা ২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫২৩ থেকে হয়েছে ৬৭৪৷ সিংহের বিচরণভূমিও ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ ১৯৬৮ সালে সিংহের সংখ্যা কমে গিয়েছিল ১৭৭-এ, ২০০১ সালে গিরে সিংহ ছিল ৩২৭টি৷

 

 

খেলা

  • ২০২০ সালে টেনিস শুরু হলেও কোর্টে ফিরতে পারবেন না রজার ফেডেরার৷ ডান হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে তাঁকে৷ ২০২১ সালে টেনিস সার্কিটে ফিরবেন বলে জানিয়েছেন তিনি৷
  • লা লিগা ১১ জুন শুরু হবে বলে জানানো হল৷ শেষ ম্যাচটি খেলা হয়েছিল গত ১২ মার্চ৷