কারেন্ট অ্যাফেয়ার্স ১০ মে ২০১৮

836
0
current-affairs-10052018-picture

জাতীয়

  • সিয়াচেন সেনা শিবির ঘুরে দেখলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর আগে ২০০৪ সালে তখনকার রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম বিশ্বের এই উচ্চতম সেনাশিবির ঘুরে দেখেছিলেন।

আন্তর্জাতিক

  • বাংলাদেশের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত মৃত্যুদণ্ড দিল জামাত ইসলামির নেতা রিয়াজউদ্দিন ফকিরকে (৬৯)। ১৯৭১ সালে পাক বাহিনীর মদতে গড়ে ওঠা আল বদর বাহিনীর কম্যান্ডার ছিলেন তিনি। ময়মনসিংহের গণহত্যায় তিনি দোষী সাবস্ত হয়েছেন।
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন মহাথির মহম্মদ। রাজা পঞ্চম সুলতান মহম্মদের কাছে এদিন শপথ নিলেন তিনি। ৯২ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়ে বিশ্বের প্রবীণতম রাষ্ট্রনেতা হওয়ার নজিরও গড়লেন। এর আগে ১৯৮১-১৯৯৩ সাল পর্যন্ত তিনিই ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ১৯৯৩ সালে তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন। নাজিব রাজাব-এর নেতৃত্বাধীন জোটকে হারাতে এবার তাঁর নেতৃত্বেই ঐক্যবদ্ধ হয়েছিল বিরোধী দলগুলি।
  • সুইজারল্যান্ডের বাসেলে স্বেচ্ছামৃত্যু বরণ করলেন অস্ট্রেলিয়ার প্রবীণ বিজ্ঞানী ডেভিড গুডঅল (১০৪)। পূর্বঘোষিত সিদ্ধান্ত মেনেই এদিন নাতি-নাতনির উপস্থিতিতে চিরকালের মতো চোখ বুজলেন তিনি। ‘এগজিট ইন্টারন্যাশনাল’ সংস্থার উদ্যোগে সম্পন্ন হল গোটা ব্যবস্থাপনা।
  • পাকিস্তানের সংসদে রূপান্তরকামীদের অধিকার রক্ষার লক্ষ্যে আনা একটি বিল পাশ হল।

খেলা

  • কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন হল জুভেন্তাস। এদিন এসি মিলানের বিরুদ্ধে জুভেন্তাস ৪-০ গোলে জয়ী হওয়ার সঙ্গে-সঙ্গেই তাদের এই খেতাব জয় নিশ্চিত হল।
  • অনূর্ধ্ব ২০ মহিলা ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন ভারতের উভেনা ফার্নান্ডেজ। আগামী আগস্টে ফ্রান্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর আগে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপে জাপান ও কোরিয়া ম্যাচে তিনি সহকারী রেফারির ভূমিকা পালন করেছিলেন। শুধু তাই নয়, ওই প্রতিযোগিতায় ফাইনাল সহ ৪টি ম্যাচ তিনি পরিচালনা করেছিলেন।

বিবিধ

  • শেয়ার বাজারে নথিভুক্ত কোনও সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর একই ব্যক্তি হতে পারবেন না। শেয়ার বাজারে নথিভুক্ত সংস্থার জন্যই এই রীতি চালু হবে। এই ধরনের সংস্থায় অন্তত ১ জন মহিলা সহ ৬ জন স্বাধীন ডিরেক্টর থাকতে হবে। এই নির্দেশিকা জারি করল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি। তা কার্যকর করতে হবে ২০১৯ সালের ১ এপ্রিলের মধ্যে।
  • বিশ্ব বাণিজ্য সংস্থায় অনুমোদিত সীমার বাইরে গিয়ে ভারত চাল ও গমে ভর্তুকি দিয়েছে বলে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ জানাল মার্কিন যুক্তরাষ্ট্র।