আন্তর্জাতিক
- বোকো হারাম জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে শিশুসেনা ব্যবহারের গুরুতর অভিযোগ উঠল উত্তর-পূর্ব নাইজেরিয়ার সিবিয়িান জয়েন্ট টাস্ক ফোর্সের বিরুদ্ধে। ইউনিসেফের আপত্তিতে ১৭২৭টি শিশুকে ছেড়ে দিয়েছে বলে জানাল।
- এভারেস্ট শৃঙ্গ থেকে ৫০০০ কেজি আবর্জনা উদ্ধার করা হয়েছে। গত ১৪ এপ্রিল নেপালি নববর্ষ থেকে শুরু হয়েছে ‘স্বচ্ছ এভারেস্ট অভিযান।’ নেপালের সোলুখুম্বু জোর খুম্বু পসাংলাম্বু রুরা পৌরসভা এই অভিযান শুরু করেছে। কয়েক দশকের জমা বর্জ্য পরিষ্কার করতে গিয়ে ৪ জন অভিযাত্রীর বরফ ঢাকা দেহও আবিষ্কৃত হয়েছে। আবর্জনা নামানো হচ্ছে আকাশ পথে। দক্ষ পর্বতারোহীদের শামিল করা হয়েছে এই অভিযানে।
জাতীয়
- ভারতের দুটি সুখোই সু-৩০ যুদ্ধবিমান জয়পুর বিমান বন্দরে নামতে বাধ্য করল একটি মালবাহী বিমানকে। জর্জিয়ার বিমানটি করাচি হয়ে নয়াদিল্লি যাচ্ছিল। নির্দিষ্ট পথের পরিবর্তে ভারতের বায়ুসেনা ঘাঁটির কাছে নিষিদ্ধ ঘোষিত এলাকায় সেটি চলে গিয়েছিল। বেতারেও সাড়া দিচ্ছিল না বিমানটি।
- তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষ জানালেন, তিরুমালার শ্রীবেঙ্কটেশ্বর মন্দিরের কোষাগার ও ব্যাঙ্ক প্রকল্প মিলিয়ে ৯২৫৯ কেজি সোনা রয়েছে।
বিবিধ
- ২০১৮-১৯ অর্থবর্ষে ভারতের স্টেট ব্যাঙ্ক ৩০৬৯.০৭ কোটি টাকা মুনাফা করল। অনুৎপাদক সম্পদ কমে হল ৭.৫৩ শতাংশ। এর আগের অর্থবর্ষে তারা ৪১৮৭.৪১ কোটি টাকা লোকসান করেছিল। এই অর্থবর্ষে (২০১৮-১৯) কানাড়া ব্যাঙ্ক ৩৪৭.০২ কেটি টাকা মুনাফা করেছে। এলাহাবাদ ব্যাঙ্ক এবং সিন্ডিকেট ব্যাঙ্ক যথাক্রমে ৮৩৩৩.৯৬ কোটি এবং ২৫২৪.২০ কোটি টাকা লোকসান করেছে। লোকসানে চলা হংকং ব্যাঙ্কের শাখা বন্ধের সিদ্ধান্ত জানাল এলাহাবাদ ব্যাঙ্ক।
- গত মার্চ মাসে দেশে শিল্পোৎপাদন ০.০১ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানা গেল। ২০১৮-১৯ সালে শিল্পোৎপাদন বৃদ্ধির হার হয়েছে ৩.৬ শতাংশ যা গত ৩ বছরে সর্বনিম্ন।
খেলা
- ইউরোপা লিগের ফাইনালে খেলবে আর্সেলান এবং চেলসি। সেমিফাইনাল থেকে বিদায় নিল ভ্যালেন্সিয়া এবং আইনথ্রাখট। ফলে চ্যাম্পিয়ন্স লিগের মতো এবার ইউরোপা লিগেও ইংল্যান্ডেরই দুটি দল খেলবে। ১৯৭২ সাল প্রতিযোগিতার প্রথম বছরের পর(তখন ইউরোপা লিগের নাম ছিল ইউরোপা কাপ)এই নিয়ে দ্বিতীয়বার ফাইনাল হবে ইংল্যান্ডের দুটি ক্লাবের মধ্যে।
- অস্ট্রেলিয়া সফরে অস্ট্রেলিয়া ‘এ’ দলকে ৩-০ গোলে হারাল ভারতীয় হকি দল।
- আসন্ন কোরিয়া সফরে ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক নির্বাচিত হলেন রানী রামপাল।
- মোহনবাগানের ফুটবল কোচ নিযুক্ত হলেন স্প্যানিশ কোচ ইন্তেনিও কিবু ভিচুনা।