জাতীয়
- হায়দরাবাদে জোড়া বিস্ফোরণ মামলায় ২ জনকে ফাঁসির সাজা শোনাল বিশেষ এ্রনআইএ আদালত। অনিক সইদ ও ইসমাইল চৌধুরী আগেই এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল। তারিক আনজুম নামে অপর অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হল। ২০০৭ সালের ২৫ আগস্ট ওই বিস্ফোরণ দুটিতে ৫৬ জনের মৃত্যু হয়েছিল।
- বাংলাদেশকে দৈনিক ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করল ভারত। পশ্চিমবঙ্গে বহরমপুর গ্রিড থেকে কুস্টিয়ার ভেড়ামারা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হল। এদিন ভিডিয়ো কনফারেন্সে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
- ২০২০ সালের মধ্যে দেশকে হাম ও রুবেলা সংক্রমণ থেকে মুক্ত করতে টিকাকরণ কর্মসূচি শুরু করল কেন্দ্র।
আন্তর্জাতিক
- চালু হল নিউইয়র্ক সাবওয়ে স্টেশন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর জঙ্গি হামলায় ধ্বংস হয়েছিল ম্যানহাটন স্টেশনটি যা আর পুনরুদ্ধার সম্ভব হয়নি। নতুন স্টেশনের নাম ডব্লুটিসি কর্টল্যান্ট সাবওয়ে স্টেশন।
- লিবিয়ায় সশস্ত্র হামলা চালাল সন্ত্রাসবাদীরা। মধ্য ত্রিপোলিতে লিবিয়ার ন্যাশনাল অয়েল কর্পোরেশনের সদর দপ্তরে ওই হামলা চালাল একদল সশস্ত্র জঙ্গি। হতাহতদের সংখ্যা জানা যায়নি।
- দক্ষিণ সুদানে একটি বিমান ভেঙে ১৯ জনের মৃত্যু হল। ইয়াইরোল বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে।
খেলা
- টেস্টে ৩৩তম শতরান করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক। জীবনের অভিষেক টেস্টের মতো তিনি অন্তিম টেস্টেও শতরান করলেন। ওভালে ভারতের বিরুদ্ধে তাঁর আগে মাত্র ৫ জন ক্রিকেটার এই কৃতিত্ব দেখিয়েছিলেন। টেস্টে মোট ১২৪৭২ রান করে তিনি ইংল্যান্ডের প্রথম ও বিশ্বের পঞ্চম রান সংগ্রহকারীর নজির গড়লেন (শচীন তেন্ডুলকর, রিকি পন্টিং, জ্যাক কালিস, রাহুল দ্রাবিড়ের পর)। তবে বাঁহাতি ব্যাটসম্যানদের মধ্যে তিনিই সবথেকে বেশি টেস্ট রান করেছেন। এদিন ইংল্যান্ড ৪২৩ রানে ৮ উইকেটে ইনিংস ডিক্লেয়ার করল। জবাবে ৩ উইকেট হারিয়ে ভারত ৫৮ রান করল।
- ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ। এটি তাঁর চতুর্দশ গ্র্যান্ডস্ল্যাম ও তৃতীয় ইউএস ওপেন খেতাব। এদিন ফাইনালে তিনি হারালেন দেল পোত্রোকে।
- ইরানে অবস্থিত এশিয়ার সর্বোচ্চ সক্রিয় আগ্নেয় গিরি মাউন্ট দামাবন্ধ (৫৬১০ মিটার) জয় করলেন সত্যরূপ সিদ্ধান্ত। ওই শৃঙ্গ জয় করলেন মৌসুমি খাটুয়াও।
বিবিধ
- কয়েক হাজার কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত নীরব মোদীর বোন পূরবী মোদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ইন্টারপোল। পূরবী এখন বেলজিয়ামের নাগরিক। ইডি-র দাবি, নীরব মোদী দুর্নীতির অর্থ পাচার করেছিলেন বোনের কাছেও।
- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস ও বামেদের ডাকা ভারত বন্ধে মিশ্র সাড়া মিলল।
- পেট্রোল ডিজেলের ওপর রাজ্যের কর লিটার প্রতি ২ টাকা করে কমানোর সিদ্ধান্ত জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। বর্ধিত দামের প্রেক্ষিতে ভ্যাট কমানোর ক্ষেত্রে দ্বিতীয় রাজ্য হল অন্ধ্র। এর আগে রাজস্থান সরকার প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে ২.৫০ টাকা দাম কমিয়েছিল। এদিন আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম হল যথাক্রমে ৮৩.৬১ ও ৭৫.৬৮ টাকা।
- ধস নামল শেয়ার বাজারে। এদিন সেনসেক্স ৪৬৭.৬৫ অঙ্ক ও নিফটি ১৫১ অঙ্ক হ্রাস পেল। একদিনে মুছে গেল ১.৯৮ লক্ষ কোটি টাকার সম্পদ।