জাতীয়
- দেশের প্রথম মহিলা সোয়াট দলের (স্পেশ্যাল ওয়েপনস অ্যান্ড ট্যাকটিক্স) আনুষ্ঠানিক সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এই মহিলা কম্যান্ডো বাহিনীর সদস্য সংখ্যা ৪০। তাঁদের মধ্যে ৩৬ জনই উত্তর-পূর্ব ভারতের।
- বৈধ ইনার লাইন পারমিট ছাড়া অরুণাচল প্রদেশে বসবাসকারী ২০৯৮ জনকে সে-রাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানাল অরুণাচল পুলিশ।
- দিল্লিতে বাংলা আকাদেমি গড়া হবে বলে প্রতিশ্রুতি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রসঙ্গত, দিল্লিতে হিন্দি, উর্দু, ভোজপুরি, সিন্ধি ভাষার আকাদেমি রয়েছে।
আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল-ট্যাকোমা বিমানবন্দর থেকে একটি যাত্রীশূন্য বিমান ছিনতাই করা হল। আলাস্কা এয়ারলাইনসের বিমানটি পরে কেট্রন দ্বীপে ভেঙে পড়ল। বছর ২৯-এর এক বিমানকর্মীই বিমানটি ছিনতাই করেছিল বলে জানা গেল।
- গত সপ্তাহে ভয়াল ভূমিকম্পে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপ ১০ ইঞ্চি উঁচু হয়ে গিয়েছে বলে জানালেন নাসার ভূবিজ্ঞানীরা। ওই কম্পনে মৃতের সংখ্যা ৩৮৭।
- বহুজাতিক মনসান্টো সংস্থাকে ৩০ কোটি ডলার জরিমানা করল সানফ্রান্সিসকোর একটি আদালত। মনসান্টোর তৈরি কীটনাশক ‘রাউন্ডআপ’ ব্যবহার করে ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগে ডেয়ন জনসন নামে এক মার্কিন মালির করা মামলায় এই জরিমানা করা হল ওই সংস্থাকে।
খেলা
- আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন খেরার পিকে (৩১)। তিনি স্পেনের হয়ে ১০২টি ম্যাচ খেলেছেন। এখন শুধু ক্লাব ফুটবলেই তিনি মন দেবেন বলে জানালেন।
- লর্ডস টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৭ উইকেটে হারিয়ে ৩৫৭ রান করল। জীবনের প্রথম টেস্ট শতরান করলেন ক্রিস ওকস (অপরাজিত ১২০)।
- প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের দশম বর্ষ পূর্তিতে একটি ভিডিও প্রকাশ করলেন অভিনব বিন্দ্রা।
- এশিয়ান গেমসে ৮০৪ সদস্যের ভারতীয় দলের ৭৫৫ জনের খরচ দেবে কেন্দ্র। অবশিষ্ট ৪৮ জনের ব্যয়ভার বহন করবে সংশ্লিষ্ট ফেডারেশন। এঁরা সকলেই অফিশিয়াল কর্মী। মোট অ্যাথলিটের সংখ্যা ৫৭২। এই দলে ১১৯ জন কোচ, ২১ জন চিকিৎসক ও ১৮৩ জন অফিশিয়াল আছেন।
বিবিধ
- পরিবেশ বান্ধব ব্যাটারি-চালিত গাড়ির নম্বরপ্লেট হবে সবুজ। তাতে সাদা রঙে নম্বর লেখা থাকবে। পরিবেশ সংক্রান্ত মন্ত্রক এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল।
- চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ভারতের স্টেট ব্যাঙ্কের লোকসান হয়েছে ৪৮৭৬ কোটি টাকা। এই নিয়ে পরপর তিন ত্রৈমাসিকে লোকসান করল দেশের বৃহত্তম এই সরকারি ক্ষেত্রের ব্যাঙ্কটি।
- তুরস্কের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমদানি শুল্ক দ্বিগুণ করল মার্কিন যুক্তরাষ্ট্র।