আন্তর্জাতিক
- চুক্তি সহ বা চুক্তিবিহীন ব্রেক্সিট অথবা ব্রেক্সিট প্রস্তাব খারিজের জন্য ব্রিটেনকে ৩১ অক্টোবর ২০১৯ পর্যন্ত সময় দেওয়ার কথা জানাল ইউরোপীয় ইউনিয়ন।
- লন্ডনে ইকুয়েডরের দূতাবাস থেকে জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করল লন্ডন মেট্রেপলিটন পুলিশ। উইকিলিক্স সংস্থার প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ গত ৭ বছর ধরে এই দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। ইকুয়েডরের রাষ্ট্রপতি পদে লেনিন মোরেনো বসার পরেই ইঙ্গিত দিয়েছিলেন যে অ্যাসাঞ্জের কূটনৈতিক রক্ষাকবচ প্রত্যাহার করা হতে পারে। প্রসঙ্গত, গোপন সরকারি তথ্য ফাঁসের অভিযোগে মার্কিন প্রশাসন ২০১০ সাল থেকে তাঁর প্রত্যর্পণ দাবি করে আসছে ব্রিটেনের কাছে।
জাতীয়
- সাধারণ লোকসভা নির্বাচনের প্রথম দফা সম্পন্ন হল। অন্ধ্রপ্রদেশে রাজনৈতিক হিংসায় মৃত্যু হল ৩ জনের।
- রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পশ্চিমবঙ্গ সরকারের ‘সবুজসাথী’ প্রকল্প। স্কুল ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হয় এই প্রকল্পে যা ‘হুইলস অন চেঞ্জ’ আখ্যা পেল। প্রতিযোগিতার ১৮টি ক্যাটেগরিতে ১০৬২টি মনোনয়ন পড়েছিল। ক্যাপাসিটি বিল্ডিং বিভাগে চতুর্থ স্থান পেল উৎকর্ষ বাংলা প্রকল্প।
বিবিধ
- জেট এয়ারওয়েজ সংস্থার সঙ্কট ঘণীভূত হল। লিজের টাকা না মেটানোয় তাদের ১০টি বিমানকে বসিয়ে দেওয়া হল। বর্তমানে তাদের হাতে বিমান সংখ্যা ১৪। গত বছরের শেষেও জেটের হাতে ছিল ১১৯টি বিমান। বাধ্য হয়ে সব আন্তর্জাতিক বিমান বাতিল করল জেট। বাতিল হল কলকাতা এবং উত্তর-পূর্ব ভারতের সব উড়ান। প্রতিষ্ঠার ২৫ বছরে এই প্রথম কলকাতা থেকে সারাদিনে জেটের কোনো বিমান ওঠানামা করল না।
- নতুন প্রজাতির আদিম মানব হোমো লুজোনেনসিসের জীবাশ্মের সন্ধান পেলেন গবেষকরা। ফিলিপিন্সের লুজন দ্বীপে এই জীবাশ্ম পাওয়া গেছে।
খেলা
- নিউজিল্যান্ড সরকারের সাম্মানিক এডমন্ড হিলারি ফেলোশিপ সম্মান ভারতের দীপা মালিক পাচ্ছেন বলে জানানো হল। প্যারা অলিম্পিকে রুপোজয়ী মহিলা অ্যাথলিট দীপাকে পুরস্কার তুলে দেবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।
- ভারতের জুনিয়র টেনিস খেলোয়াড়রা যাতে সার্বিয়ায় গিয়ে অনুশীলন করতে পারেন তাই সেখানকার টেনিস সংস্থার সঙ্গে চুক্তি করল সর্বভারতীয় টেনিস সংস্থা।
- টি২০ আইপিএল ক্রিকেটে চেন্নাই সুপার কিংসের হয়ে জয়ের ১০০তম নজির গড়লেন এমএস ধোনি। এদিন রাজস্থান রয়ালস দলের বিরুদ্ধে তিনি ম্যান অব দ্য ম্যাচও হলেন।