কারেন্ট অ্যাফেয়ার্স ১১ জুন ২০২০

1569
0

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনে ভেঙে দেওয়া হল বস্টন শহরের প্রাণকেন্দ্রে থাকা ক্রিস্টোফার কলম্বাসের মূর্তি৷ এর আগে মায়ামি, ভার্জিনিয়া ও রিচমন্ডেও কলম্বাসের মূর্তি ভাঙা হয়েছে৷ মার্কিন মুলুকের আদি বাসিন্দারা তাঁদের দুর্দশার জন্য ইতালীয় নাবিক কলম্বাসকেই দায়ী করেন৷ বর্তমানে নিউ ইয়র্ক ছাড়া অন্য কোনো মার্কিন প্রদেশে কলম্বাস দিবস পালিতও হয় না৷
  • মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ অতিক্রম করে গেল৷ ১ লক্ষ ১৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই সংক্রমণে৷ ব্রাজিলে ৭ লক্ষ ৭৫ হাজার ও রাশিয়ায় ৫ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়৷ বিশ্বে ৪,২১,৬৭১ জন প্রাণ হারিয়েছেন এই সংক্রমণে৷ আক্রান্ত হয়েছেন ৭৫,৪৬,৫৬৭ জন৷

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাসে ৮,১০২ জনের মৃত্যুর খবর জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ মোট ২,৮৬,৫৭৯ জন আক্রান্ত হয়েছেন৷ সরকারি দপ্তরে কর্মীদের উপস্থিতি এদিন থেকে দুটি শিফটে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি সংস্থাগুলিতে৷
  • চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ কোনও মৌলিক অধিকার নয়৷ এককটি মামলার সূত্রে একথা জানাল সুপ্রিম কোর্ট৷
  • দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়ে চলতি বছরের র‍্যাঙ্কিং প্রকাশ করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক৷ সার্বিক মূল্যায়নে দেশে একাদশ ও দ্বাদশ ক্রম পেল কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ খড়গপুর আইআইটি পেল পঞ্চম ক্রম৷ তবে স্থাপত্য বিদ্যায় তাদের ক্রম প্রথম, শিবপুর আইআইএসটি-র স্থান ষষ্ঠ৷ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর, কলকাতা, বিশ্বভারতীর ক্রম যথাক্রমে পঞ্চম, সপ্তম ও পঞ্চাশতম৷ কলেজগুলির মধ্যে সেন্ট জেভিয়ার্স ও বেলুড় বিদ্যামন্দির পেয়েছে সপ্তম স্থান৷ রহড়া ভি সি কলেজ, নরেন্দ্রপুর পেয়েছে একাদশ ও বিংশতিতম স্থান৷

 

বিবিধ

  • দেশে পরপর ৫ দিন পেট্রোপণ্যের দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি৷ এই ৫ দিনে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে যথাক্রমে ১.৬৪ এবং ২.৫৫ টাকা দাম বেড়েছে৷ বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বাড়ায় এই পদক্ষেপপ বলে জানানো হয়েছে৷ এর আগে বিশ্ব বাজারে তেলের দাম তলানিতে পৌঁছলে টানা ৮২ দিন পেট্রোপণ্যের মূল অপরিবর্তিত ছিল৷

 

 

খেলা

  • খেলাধূলা এবার আর পাঠ্যক্রমের বাইরে থাকবে না৷ দেশের নতুন শিক্ষানীতিতে খেলাধূলাকে অর্ন্তভুক্ত করার কথা জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু৷
  • জার্মান কাপের ফাইনালে উঠল বায়ার্ন মিউনিউ৷ এদিন তারা ২-১ গোলে হারাল ফ্রাঙ্কফুর্টকে৷ পরপর ৩ বার ফাইনালে উঠল বায়ার্ন৷ সেখানে তাদের প্রতিপক্ষ লেফারকুসেন৷