কারেন্ট অ্যাফেয়ার্স ১১ জুলাই ২০২০

1045
0

আন্তর্জাতিক

  • পিপলস’ অ্যাকশন পার্টিই পুনরায় ক্ষমতায় ফিরল সিঙ্গাপুরে৷ সাধারণ নির্বাচনে তাদের প্রাপ্তি ৮৯ শতাংশ ভোট৷ প্রধানমন্ত্রী পদে থেকে যাচ্ছেন লি সিয়েন লুং৷
  • হাইয়া সোফিয়া সংগ্রহশালাটিকে মসজিদে পরিণত করার সিদ্ধান্ত নিলেন তুরস্কের রাষ্ট্রপতি রিচেপ তাইপ এর্ডোয়ান৷ তুরস্কের রাজধানী ইসস্তানবুলে অবস্থিত এই সৌধটির নাম রয়েছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায়৷ দেড় হাজার বছর আগে এটি গির্জা হিসাবে তৈরি হয়েছিল৷ ১৪৫৩ সালে এটিকে মসজিদে পরিণত করে অটোমনরা৷ ১৯৩৪ সালে এটিকে সংগ্রহশালায় পরিণত করা হয়েছিল৷ সম্প্রতি আদালত এর সংগ্রহশালা তকমা খারিজ করে দেয়৷
  • মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে ৬৯৯ হাজার জন করোনায় আক্রান্তত হলেন৷ সেখানে এ পর্যন্ত মোট ১ লক্ষ ৩৬ হাজার জনের মৃত্যু হয়েছে করোনায়৷ বিশ্বে মোট ১,২৭,৪৮,৭৬৮ জন সংক্রমিত হয়েছেন করোনায়৷ মোট জীবনহানির সংখ্যা ৫,৬৫,৩০০৷

 

জাতীয়

  • দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২,৭১,১১৪ জন কোভিড আক্রান্ত হলেন৷ কেবল মহারাষ্ট্রেই গত ২৪ ঘণ্টায় ৭,৮৬২ জন এবং পশ্চিমবঙ্গে ১,৩৪৪ জন আক্রান্ত হয়েছেন৷ মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটে মোট ৯,৮৯,৩৩,৩০০ এবং ২,০২২ জনের মৃত্যু হয়েছে করোনায়৷ অন্যদিকে দেশে এই সংক্রমণে মোট প্রাণহানির সংখ্যা ৫,১৫,৩৮৫৷ দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ অতিক্রম করে গেল (৮,২০,৯১৬)৷ দেশে মাত্র ৪ দিনেন ১ লক্ষ লোক নতুন করে সংক্রমিত হলেন৷ ভারতে প্রথম আক্রান্তের খোঁজ মিলেলছিল ৩০ জানুয়ারি৷ ১১০ দিন বাদে ১৯ মে আক্রান্তের সংখ্যা পৌঁছয় ১ লক্ষে৷ তারপর প্রতি ১৫ দিন, ১০ দিন, ৮ দিন, ৬ দিন, ৫ দিন, ৫ দিন এবং ৪ দিনে ১ লক্ষ মানুষের সংক্রমণের কথা জানা গেছে৷ এদিকে ‘হু’-এর প্রধান টেডরস অ্যাডামস গেব্রিসেয়াস মুম্বইয়ের ধারাভি বস্তিতে সংক্রমণ নিয়ন্ত্রণের প্রশংসা করলেন৷ আড়াই বর্গ কিমি এলাকার ধারাভিতে সাড়ে ৬ লক্ষ মানুষের বসবাস৷ ১১ মার্চ প্রথম সংক্রমণ ধরা পড়ার পর এখন সেখানে অ্যাক্টিভ করোনা রোগী ১৬৬ জন, সুস্থ হয়ে উঠেছেন ১৯৫২ জন৷ সেখানে মুম্বইয়ে ৮৮ হাজার জন আক্রান্ত হয়েছেন৷ করোনায় আক্রান্ত হয়েছেন সপুত্র অমিতাভ বচ্চনও৷

 

 

বিবিধ

  • মার্কিন কৃষি গবেষণা সংস্থা ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ফুড অ্যান্ড এগ্রিকালচার’-এর প্রধান পদে বসলেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ চিটনিস৷
  • শান্তিনিকেতনের বাইরে বিশ্বভারতী প্রথম কোনো ক্যাম্পাস তৈরির সিদ্ধান্ত জানানো হল৷ নৈনিতালের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরেরই মালিলকানাধীন ‘হৈমন্তী’ বাংলোয় এই ক্যাম্পাস গড়ে তোলা হবে৷

 

খেলা

  • ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার জ্যাক চার্লটন (৮৫) প্রয়াত হলেন৷ ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন তিনি৷ ‘বিগ জ্যাক’ নামে পরিচিত ছিলেন তিনি৷ ১৯৬৭ সালে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন৷ আয়ারল্যান্ডের কোচ হিসাবেও সাফল্য পেয়েছিলেন৷ তাঁকে সাম্মানিক নাগরিকত্ব দিয়েছিল আয়ারল্যান্ড৷
  • সাউদাম্পটনে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড৷ দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৮৪ রান করল তারা৷
  • ভারতের জুনিয়র মহিলা ফুটবল দলের সদস্যা সাই সানখে আইসিএসই পরীক্ষায় ৯৬.২ শতাংশ নম্বর পেলেন৷

 

 

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল