কারেন্ট অ্যাফেয়ার্স ১১ জুন ২০১৮

schedule
2018-06-12 | 10:20h
update
2018-06-12 | 10:20h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের বাড়িতে ধর্নায় বসলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আমলাদের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ নিয়ে বৈজলের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন তিনি।
  • জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি কেন্দ্রের সঙ্গে আলোচনার টেবিলে বসার আবেদন জানালেন জঙ্গি গোষ্ঠীগুলির কাছে। রমজান মাসে কেন্দ্র যে সংঘর্ষ বিরতি ঘোষণা করেছে সেই ‘সুবর্ণ সুযোগ’ গ্রহণের আহ্বান জানালেন তিনি।
  • নয়াদিল্লিতে ব্রিটিশ মন্ত্রী বারোনেস উইলিয়ামসের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। ভারতের ঘোষিত অপরাধীদের কাছে ব্রিটেনের ‘নিরাপদ স্বর্গরাজ্য’ হয়ে ওঠা উচিত নয় বলে তিনি মন্তব্য করলেন। প্রসঙ্গত, ভারতের প্রশাসনের থেকে পালিয়ে বিজয় মালিয়া ও নীরব মোদী ব্রিটেনে গা ঢাকা দিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। এদিনই সিবিআই ইন্টারপোলের কাছে নীরবের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির আবেদন জানাল।
Advertisement

আন্তর্জাতিক

  • ফের আত্মঘাতী বিস্ফোরণ হল কাবুলে। আফগান প্রশাসন একতরফাভাবে সংঘর্ষ বিরতি ঘোষণা করলেও সেখানে হিংসাত্মক হামলা ঘটেই চলেছে। এদিন আফগান গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন দপ্তরে ওই বিস্ফোরণে নিহত হলেন ১৩ জন। ঘটনার দায় স্বীকার করল ইসলামিক স্টেট জঙ্গিরা। এর আগে সংঘর্ষ বিরতি ভেঙেছিল তালিবানরাও।
  • গোটা দুনিয়ার নজর এখন সিঙ্গাপুরে। পরমাণু নিরস্ত্রীকরণ তথা শান্তির পথ খুঁজতে এখানেই বৈঠকে বসবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন। দুজনেই পৌঁছে গেছেন সিঙ্গাপুরে।
  • বাংলাদেশের মুন্সিগঞ্জে গুলি করে খুন করা হল লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চুকে (৫৫)। তিনি ছিলেন উদারনৈতিক লেখক।
  • ৭টি মসজিদ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জানাল অস্ট্রিয়া সরকার। চরমপন্থীদের নিয়ন্ত্রণে এই ব্যবস্থা বলে দাবি করলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ।

খেলা

  • আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলার আগে ফিটনেস টেস্টে ব্যর্থ হলেন ভারতের পেশ বোলার মহম্মদ শামি। তিনি ইয়ো-ইয়ো টেস্ট পাশ করতে পারেননি। তাঁর পরিবর্ত হিসাবে ডাক পেলেন নবদীপ সাইনি।
  • ক্রিকেটকে বিশ্বজনীন করে তোলার আহ্বান জানালেন শচীন তেন্ডুলকর।
  • রাশিয়ায় আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতার ফাইনালে উঠলেন ব্রিজেশ যাদব, বীরেন্দ্র কুমার ও সাওটি বুরা। ব্রোঞ্জের পদক জিতলেন গৌরব বিধুরি (৫৬ কেজি বিভাগ)।
  • এডিনবরায় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে স্কটল্যান্ড ৬ রানে হারিয়ে দিল ইংল্যান্ডকে। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৭১ রান তুলেছিল স্কটল্যান্ড।

বিবিধ

  • রেলযাত্রীদের জন্য ‘মেনু অন রেল’ মোবাইল অ্যাপ-এর উদ্বোধন করলেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। দূরপাল্লার ট্রেনে খাবারের দাম নিয়ে দুর্নীতি ঠেকাতে এটি সাহায্য করবে বলে তিনি দাবি করলেন।
  • ভারতে পেট্রোপণ্যের দাম রেকর্ড বৃদ্ধি পেলেও একই সময়ে চাহিদাও রেকর্ড করল। মে মাসে ৭.৫৫ মিলিয়ন টন ডিজেল ও ২.৪৬ মিলিয়ন টন পেট্রোল বিক্রি হয়েছে ভারতের অভ্যন্তরীণ বাজারে। এটি একটি রেকর্ড। এপ্রিল মাসের তুলনায় ৭ শতাংশ বেশি বিক্রি হয়েছে পেট্রোপণ্য। কেন্দ্রের পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেল এই পরিসংখ্যান পেশ করল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2024 - 18:07:30
Privacy-Data & cookie usage: